Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বাতিল হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব

ডেস্ক সংবাদ

চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে দুঃসংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের চট্টগ্রাম পর্ব বাতিল হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে ৩০ ডিসেম্বর শোক পালন করা হয় এবং ওই দিন খেলা বন্ধ থাকে। পাশাপাশি সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর ছিল নির্ধারিত বিরতি। ফলে টানা দুই দিন বিপিএলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

বিসিবি সূত্রে জানা গেছে, দলগুলোর সম্মতিক্রমে আজও কোনো ম্যাচ আয়োজন করা হচ্ছে না। এতে করে টুর্নামেন্টের সূচি দুই দিন পিছিয়ে যায়। আগে সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল ২ জানুয়ারি, তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেটি এখন শেষ হবে ৪ জানুয়ারি।

অন্যদিকে চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার কথা ছিল ৫ জানুয়ারি। কিন্তু সিলেট থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য নির্ধারিত যাত্রা বিরতি এবং প্রস্তুতির সময় বিবেচনায় নিয়ে ওই তারিখে খেলা শুরু করা সম্ভব নয়। এতে চট্টগ্রামে নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত দুই দিন খেলা চালাতে হতো। এরপর আবার ঢাকায় ফেরার জন্য বাড়তি বিরতির প্রয়োজন পড়ত। সব মিলিয়ে ২৩ জানুয়ারির মধ্যে বিপিএল ফাইনাল আয়োজন করা কঠিন হয়ে পড়ত।

বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ফাইনালের নির্ধারিত তারিখ ২৩ জানুয়ারি অপরিবর্তিত রাখতে চট্টগ্রাম পর্ব বাতিল করে সিলেট পর্ব কিছুদিন বাড়িয়ে সরাসরি ঢাকায় খেলা স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

জানা গেছে, ২৫ জানুয়ারি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতের উদ্দেশে রওনা দেবে। সফরের প্রস্তুতি ও পূর্বনির্ধারিত সূচির কারণে বিপিএল ফাইনাল ২৩ জানুয়ারির মধ্যেই শেষ করা জরুরি হয়ে পড়েছে।

ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, চট্টগ্রামে কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। সিলেটে ৪ জানুয়ারির পর কতদিন খেলা চলবে এবং ঢাকায় কবে থেকে ম্যাচ শুরু হবে—সে বিষয়ে আজ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

401545
বাতিল হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব
বাতিল হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব
401540
সিলেট স্টেডিয়ামে গড়ে উঠছে আধুনিক জিম ও সুইমিংপুল
সিলেট স্টেডিয়ামে গড়ে উঠছে আধুনিক জিম ও সুইমিংপুল
401524
বিমানযাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা
বিমানযাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা
Screenshot_10
লন্ডন বাংলা প্রেস ক্লাবেরর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
লন্ডন বাংলা প্রেস ক্লাবেরর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
bd2e6dfb-4733-4b16-bf18-aa5dde598d33
স্থগিত হওয়া বিপিএলের ম্যাচের নতুন সূচি জানাল বিসিবি
স্থগিত হওয়া বিপিএলের ম্যাচের নতুন সূচি জানাল বিসিবি
t54
সিলেটে থার্টি-ফার্স্ট নাইটে যেসব কার্যক্রম নিষিদ্ধ করল পুলিশ
সিলেটে থার্টি-ফার্স্ট নাইটে যেসব কার্যক্রম নিষিদ্ধ করল পুলিশ

সম্পর্কিত খবর