সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে, যার ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।
উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর ঢাকার বিভিন্ন স্থানে জানাজাকে কেন্দ্র করে অতিরিক্ত ভিড় ও যানজটের আশঙ্কা রয়েছে।
এ কারণে ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটের যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।