সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে বিএনপির উদ্যোগে শোক বই খোলা হয়েছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ শোক বই খোলা রাখা হয়েছে।
বাসস জানায়, মঙ্গলবার বিকেল থেকে বৃহস্পতিবার পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে শ্রদ্ধা ও সমবেদনা জানানো যাবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, ‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানানোর জন্য এই শোক বই খোলা হয়েছে। এতে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ স্বাক্ষর করতে পারবেন।’
তিনি আরও জানান, শোক বইতে স্বাক্ষরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে— মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরাও বিএনপির গুলশান কার্যালয়ে এসে শোক বইয়ে স্বাক্ষর করছেন। এখন পর্যন্ত ১৫টির বেশি দেশের প্রতিনিধি শোক বইতে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল জানান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রথম শোক বইয়ে স্বাক্ষর করেন। এ ছাড়া পাকিস্তান, নেদারল্যান্ডস, ভারত, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেছেন। বিএনপির শরিক দলগুলোর নেতারাও একে একে শোক জানাতে আসছেন, যাদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ রয়েছেন।
শায়রুল কবির খান বলেন, চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও ফিলিস্তিনসহ ১৬টির বেশি দেশের প্রতিনিধি শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং এ কার্যক্রম এখনও চলমান রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।