সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম রোববার (৪ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।
এর আগে, শনিবার (৩ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। সে সময় জানানো হয়, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর যাচাই শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। এর মাধ্যমে যাচাই-বাছাইয়ের খাড়া পেরিয়ে গেলেন বিএনপি প্রার্থী এম এ মালিক।






