Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনে ইউকে বাংলা মিডিয়া ও ইউবিএম অফিস পরিদর্শনে এনটিভি কর্তৃপক্ষ

ডেস্ক সংবাদ

ইউবিএম ও ইউকে বাংলার কার্যক্রমে মুগ্ধ অতিথিরা

প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও কমিউনিটির স্বার্থে নিরলসভাবে কাজ করে যাওয়া ইউকে বাংলা মিডিয়া এবং ইউকে বাংলা মার্কেটপ্লেস (ইউবিএম)-এর কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাবরিনা হোসেন এবং পরিচালক মোস্তফা সরওয়ার বাবু। লন্ডনে অবস্থিত কারিওয়ালা মিডিয়া অফিস, ইউবিএম অফিস এবং ইউকে বাংলা লাইভ নিউজ স্টুডিওতে এই সৌজন্য সফর অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে এনটিভির শীর্ষ কর্মকর্তারা ইউবিএম ও ইউকে বাংলার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এসব প্ল্যাটফর্মের অবদানকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন। বিশেষ করে ইউকে বাংলা মার্কেটপ্লেস (ইউবিএম) প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছে বলে তারা মত প্রকাশ করেন।

এনটিভি কর্তৃপক্ষ বলেন, ইউবিএম শুধুমাত্র একটি ডিজিটাল মার্কেটপ্লেস নয়, বরং এটি প্রবাসী কমিউনিটির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে ইউকে বাংলা মিডিয়া ও ইউকে বাংলা লাইভ নিউজ স্টুডিও প্রবাসে বাংলা ভাষাভাষীদের কণ্ঠস্বর হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে অতিথিরা ইউবিএম ও ইউকে বাংলার ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিগত সক্ষমতা এবং কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততার বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন এবং এসব উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাদের মতে, এমন সংগঠিত ও লক্ষ্যভিত্তিক উদ্যোগ প্রবাসে বাংলাদেশি কমিউনিটির পরিচয় ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

এ সময় ইউকে বাংলা মিডিয়া ও ইউবিএম-এর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, সাংবাদিক, উদ্যোক্তা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে এনটিভি কর্তৃপক্ষের উপস্থিতি ও আন্তরিক আগ্রহকে ভবিষ্যৎ পথচলার জন্য বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়।

একই দিনে সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা আকরামুল হুসাইনের নতুন ব্যবসা প্রতিষ্ঠান ও আধুনিক স্টুডিও ও পরিদর্শন করা হয়। তিনি তিনটি ব্যবসায়িক উইং একসঙ্গে দক্ষতার সঙ্গে পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও নতুন ও উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান। কমিউনিটির সেবায় তার সুদূরপ্রসারী ভাবনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

পরিশেষে আয়োজকরা জানান, ইউবিএম, কারিওয়ালা এবং ইউকে বাংলা মিডিয়া ভবিষ্যতেও প্রবাসী বাংলা ভাষাভাষী কমিউনিটির কল্যাণে একসঙ্গে কাজ করে যাবে। কারিওয়ালা মিডিয়া অফিস, ইউবিএম অফিস এবং ইউকে বাংলা লাইভ নিউজ স্টুডিও পরিদর্শনের জন্য এনটিভির সিইও সুব্রিনা হোসেন ও পরিচালক মোস্তফা সরওয়ার বাবুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

efcdb5f673da0e6d86d6e753471d9cd0f22054734f8f33a7
বিমান বাংলাদেশে জরুরি অবতরণের নির্দেশ অমান্য, বিমানেই যাত্রীর মৃত্যু
বিমান বাংলাদেশে জরুরি অবতরণের নির্দেশ অমান্য, বিমানেই যাত্রীর মৃত্যু
images (3)
“১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা যাবে না”
“১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা যাবে না”
401955
নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষকের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ
নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষকের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ
images (2)
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত
401949
বিমানের টিকিট জালিয়াতিতে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্রের সন্ধান
বিমানের টিকিট জালিয়াতিতে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্রের সন্ধান
401945
নিলামে ইতিহাস গড়ল টুনা মাছ, দাম উঠল প্রায় ৩৯ কোটি টাকা
নিলামে ইতিহাস গড়ল টুনা মাছ, দাম উঠল প্রায় ৩৯ কোটি টাকা

সম্পর্কিত খবর