Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

উন্নয়ন চাইলে সহযোগিতা প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

ডেস্ক সংবাদ

আপনারা যদি উন্নয়ন চান, তাহলে আমাকে সহযোগিতা করতে হবে। ময়মনসিংহকে একটি সুন্দর ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে—এ দায়িত্ব আমার।” নিজ জেলা ময়মনসিংহে এক মতবিনিময় সভায় এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়ে ওঠে, যার ফলে রাজনীতি ও অর্থনীতিতে নানা পরিবর্তন আসে। বিদেশি শক্তির চাপে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে দ্বিবার্ষিক পরিকল্পনা শুরু হয়। আশির দশক থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুনরায় চালু হলেও উন্নয়নের ধারা বারবার পরিবর্তিত হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতা এবং ২০০৩ সালের অর্থনৈতিক অনিশ্চয়তা এ সময়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়লাভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার উন্নয়নের নতুন অধ্যায় শুরু করে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যোগ হয় প্রথম প্রেক্ষিত পরিকল্পনা, যার লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি এবং দক্ষ মানবসম্পদ তৈরি।”

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, “ময়মনসিংহের উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের সহায়তা চাই। এ জেলার সৌন্দর্য এবং উন্নয়ন নিশ্চিত করা আমার দায়িত্ব।”

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সিটি মেয়র ইকরামুল হক টিটু, সংসদ সদস্য ব্যারিস্টার উম্মি ফারজানা ছাত্তার, মোহাম্মদ আব্দুর ওয়াহেদ, মাহমুদ হাসান সুমন, এ বি এম আনিসুজ্জামান, মো. আব্দুল মালেক সরকার, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ মোহিত উর রহমান, নিলুফার আঞ্জুম পপি, মাহমুইদুল হক সায়েম এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সভায় মন্ত্রী উপস্থিতদের মতামত শোনেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

efcdb5f673da0e6d86d6e753471d9cd0f22054734f8f33a7
বিমান বাংলাদেশে জরুরি অবতরণের নির্দেশ অমান্য, বিমানেই যাত্রীর মৃত্যু
বিমান বাংলাদেশে জরুরি অবতরণের নির্দেশ অমান্য, বিমানেই যাত্রীর মৃত্যু
images (3)
“১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা যাবে না”
“১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা যাবে না”
401955
নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষকের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ
নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষকের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ
images (2)
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত
401949
বিমানের টিকিট জালিয়াতিতে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্রের সন্ধান
বিমানের টিকিট জালিয়াতিতে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্রের সন্ধান
401945
নিলামে ইতিহাস গড়ল টুনা মাছ, দাম উঠল প্রায় ৩৯ কোটি টাকা
নিলামে ইতিহাস গড়ল টুনা মাছ, দাম উঠল প্রায় ৩৯ কোটি টাকা

সম্পর্কিত খবর