Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
ডেস্ক সংবাদ

চা হচ্ছে সিলেটের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়ানো এক শিল্পের নাম। চা বাগানের কুল ঘেঁষে অবস্থিত অপরূপ সৌন্দর্যে ভরপুর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দল। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট শহর চা বাগানের জন্য বিখ্যাত। ১৭০ বছরের পুরোনো উপমহাদেশের প্রথম চা-বাগান হচ্ছে মালনীছড়া। তাই সিলেটের ঐতিহ্যের থিমে সাজানো হয়েছে এবারের সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। বুধবার দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা-বাগানে চা-শ্রমিকদের পোষাক পরে ভিন্ন বেশে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস।
চা-বাগানে ট্রফি উন্মোচন হয়েছে আরো কয়েকবার। প্রত্যেকবারই অধিনায়কের পরনে ছিল নিজ দলের জার্সি। তবে এবারের ট্রফি উন্মোচন মাথায় গামছা পরে পিঠে চা-পাতা সংগ্রহের ঝুড়ি ঝুলিয়ে ব্যতিক্রমীভাবে করায় নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।
এক কাপ চায়ের মন ভোলানো চুমুকে যদিও ক্লান্তি দূর হয় তবুও চা-শ্রমিকদের জীবনমান অনেক পিছিয়ে। মূলধারার জনগোষ্ঠীর তুলনায় অনেক সংগ্রাম করে জীবিকা নির্বাহ করেন চা- শ্রমিকরা। তাই তাদেরকে স্মরণে রেখে তাদের পোষাক পরে বাগানে প্রবেশ করে ফটোসেশন করে বাংলার বাঘীনিরা। সবুজের সমারোহে চোয়ের পাহাড়ি ঢেউয়ের শতশত দু’টি পাতা একটি কুড়ির মধ্যখানে দাঁড়িয়ে ট্রফি ধরে রেখে ফটোসেশন করে তাক লাগিয়েছেন দুই অধিনায়ক।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, বাংলাদেশের ক্রিকেটে চা-শ্রমিকদের ঐতিহ্যবাহী পোষাক পরে এইভাবে ফটোসেশন করার উদ্যোগটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বলব যে এটি খুব ভালো উদ্যোগ ছিল। এটা হয়ত ভিন্নভাবে নারী ক্রিকেটকে আরও বেশি তুলে ধরবে।
নান্দনিক ছোঁয়ায় নতুন নতুন উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশায় ভ্রমণ ও রিকশা চালিয়ে বেশ আনন্দ উপভোগ করতে দেখা যায় আইরিশ ক্রিকেটারদের।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার লড়াই হবে টি-টোয়েন্টিতে। আজ থেকে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ শনি ও সোমবার অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা। রিজার্ভ- দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_8
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
sreepur-police-20251120202417
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
cough-1-20251122115047
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
conflict-20251122143519
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
6c994017422b0bc69c899f085c2d70faa62f8af3788cb1a3
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
542534d4dafb91ec5355a70c3f46e46fb59fe17bbff6322b
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা

সম্পর্কিত খবর