Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

টেকনাফে ১৭ বনকর্মীকে অপহরণ

টেকনাফে ১৭ বনকর্মীকে অপহরণ
ডেস্ক সংবাদ

টেকনাফে ১৭ বনকর্মীকে অপহরণ: উদ্ধারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া পাহাড়ি এলাকায় বনবিভাগের ১৭ জন কর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফের জাদিমুড়ার পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ে বনবিভাগের কার্যক্রম পরিচালনাকালে দুর্বৃত্তরা বনকর্মীদের অপহরণ করে। অপহৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)।
এ ঘটনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানান, অপহৃত বনকর্মীদের উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, “অপহরণকারীদের ধরতে অভিযান চলছে। খুব শিগগিরই তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন আরও জানান, বনবিভাগের অধীনে কর্মরত এই কর্মীরা পাহাড়ে বন রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। সোমবার সকালে কাজে যাওয়ার পরপরই তাদের একটি সশস্ত্র দল ধরে নিয়ে যায় বলে খবর পাওয়া যায়।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সশস্ত্র দলগুলো সক্রিয় রয়েছে। তারা চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপহরণের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে তারা দৃঢ় আশাবাদী, দ্রুত বনকর্মীদের উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হবে।
এই ঘটনায় স্থানীয় জনগণ ও প্রশাসনের পক্ষ থেকে সম্মিলিতভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

image_229828_1759861624
আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করলেন ইনকিলাব মঞ্চের হাদি
আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করলেন ইনকিলাব মঞ্চের হাদি
Screenshot_2
জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে জরুরি সংস্কারের দাবি ব্রিটিশ গ্যাস কুকার ( সিলেট ওয়েল্ডিং) ইউকের কয়সর আহমেদের
জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে জরুরি সংস্কারের দাবি ব্রিটিশ গ্যাস কুকার ( সিলেট ওয়েল্ডিং) ইউকের কয়সর আহমেদের
image_230018_1759909900
সড়কের যানজট পরিদর্শনে গিয়ে সড়ক উপদেষ্টা নিজেই যানজট
সড়কের যানজট পরিদর্শনে গিয়ে সড়ক উপদেষ্টা নিজেই যানজট
image_229983_1759900649
ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি চিত্র সাংবাদিক শহিদুল আলম
ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি চিত্র সাংবাদিক শহিদুল আলম
e03ed66ad86f9990c1e4cdf88632c9d1
রাতে সাপ হয়ে কামড়াতে চান স্ত্রী, জেলা প্রশাসনের দ্বারে স্বামী!
রাতে সাপ হয়ে কামড়াতে চান স্ত্রী, জেলা প্রশাসনের দ্বারে স্বামী!
HAJ_
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন

সম্পর্কিত খবর