মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স নবায়ন ফি বাড়িয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি থেকে বর্ধিত ফি কার্যকর হবে।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি)-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। সার্কুলারে বলা হয়, এতদিন লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের প্রতি বছর অফেরতযোগ্য নবায়ন ফি হিসেবে ৫ হাজার টাকা পরিশোধ করতে হতো। নতুন নির্দেশনা অনুযায়ী, এই ফি দ্বিগুণ করে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ফি ছাড়া অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে নির্দেশনা অনুসরণের কথাও বলা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালে জারি করা একটি সার্কুলারের মাধ্যমে মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘদিন ফি অপরিবর্তিত থাকার পর এবার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।