আমির বিন গোলাম রব্বানি
ক্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন শাকসু নির্বাচনসহ সকল প্রকার নির্বাচনকে স্থগিত ঘোষণা করেছেন। গতকাল সোমবার, ১২ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে এ ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাকসু নির্বাচন কমিশনের অফিস (আইআইসিটি) ঘেরাও করে।
এসময় শিক্ষার্থীরা আইআইসিটি ভবন, প্রবেশমুখ ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার?/ শাকসু নিয়ে টালবাহানা, চলবে চলবে না।/ সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও এক হও।/ আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম।/ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ এসব শ্লোগান দেয়।
শিশির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদ ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরেই স্থগিত। এখন জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে আবারও নির্বাচন বন্ধ করা হচ্ছে। আমরা শিক্ষার্থীরা আমাদের প্রতিনিধিত্ব চাই। এটা আমাদের মৌলিক অধিকার। এই ষড়যন্ত্র আমরা কোন ভাবেই মেনে নিব না।”
অবিলম্বে ইসি স্থগিতাদেশ প্রত্যাহার না করলে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।