মাদরাসা শিক্ষার্থীদের পাশে সাবেক চেয়ারম্যান হাকিম চৌধুরীর শীতবস্ত্র বিতরণ
কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া মুশাহিদিয়া ক্বাসিমুল উলুম খাগাইল মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির প্রাক্তন সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় মাদরাসার হলরুমে শিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রনিখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উস্তার আলী এবং মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ফখরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ফরিদ উদ্দিন ফেরদৌস, সহকারী শিক্ষা সচিব মাওলানা আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষে আব্দুল হাকিম চৌধুরী বলেন, “আমরা সবসময় জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করি। শীতের সময় অসহায় মানুষদের কষ্ট লাঘবের জন্য আজকের এই কম্বল বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
মাদরাসার মুহতামিম মাওলানা ফখরুজ্জামান বলেন, “আমাদের মাদরাসার শিক্ষার্থীরা এই শীতবস্ত্র পেয়ে অত্যন্ত উপকৃত হয়েছে। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং আমরা এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, শীতকালে এই অঞ্চলের অনেক মানুষ প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পায়। আব্দুল হাকিম চৌধুরীর মতো সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সাহায্য করবে।
উল্লেখ্য, আব্দুল হাকিম চৌধুরী এর আগেও বিভিন্ন সময়ে এলাকাবাসীর জন্য নানাবিধ জনকল্যাণমূলক কাজ করেছেন। তার এই ধারাবাহিক জনসেবামূলক কার্যক্রম এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে এবং সাধারণ মানুষের কাছে তাকে একজন মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।