ভয়াবহ দাবানলে হলিউড তারকাদের বাড়ি ধ্বংস: পুড়ে ছাই স্মৃতি
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হলিউড তারকা প্যারিস হিলটনের বিলাসবহুল বাড়ি। তার মতোই অভিনেত্রী ম্যান্ডি মুর, অ্যান্থনি হপকিন্সসহ আরও অনেক তারকার বাসস্থান ধ্বংস হয়ে গেছে।
মালিবুতে অবস্থিত প্যারিস হিলটনের বাড়ি আগুনে পুরোপুরি ধ্বংস হয়েছে। টেলিভিশনের সরাসরি সম্প্রচারে নিজের বাড়ি পুড়তে দেখার মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছে তার। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ধ্বংসাবশেষের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তিনি জানিয়েছেন, এই বাড়ি শুধু একটি স্থাপনা নয়, বরং বহু মূল্যবান স্মৃতির ধারক।
এদিকে, অভিনেতা বেন অ্যাফ্লেক আগুনের ঝুঁকি এড়াতে নিজের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী জেনিফার গার্নারের বাসায় আশ্রয় নিয়েছেন। তার বাড়ি অক্ষত থাকলেও, অনেক তারকার বাসস্থান ধ্বংস হয়ে গেছে। এই দাবানল ক্যালিফোর্নিয়ার আবাসন এলাকায় ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।