Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পপির সম্পত্তি ও বিয়ে নিয়ে যে তথ্য ফাঁস করলেন অভিনেত্রী পলি

ডেস্ক সংবাদ

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে সম্পত্তির জেরে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন। জমি দখল নিয়ে একাধিক অভিযোগ করেছেন চিত্রনায়িকার মা মরিয়ম বেগমও। এসব অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছিলেন পপি। তার হয়ে কথা বললেন এক সময়ের অভিনেত্রী রিয়ানা রহমান পলি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা থানায় এ জিডি করা হয়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন।
জিডিতে পপির বিরুদ্ধে অভিযোগ, পারিবারিক জমি এককভাবে দখলে নিতে চান অভিনেত্রী। এ নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিবাদ চরমে পৌঁছালে তাদের মেরে ফেলার হুমকি দেন পপি ও তার স্বামী আদনান উদ্দিন কামাল।
জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেয়ার জন্য সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে অবস্থান করেন পপি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী আদনান উদ্দিন কামাল। সঙ্গে কল্লোল মজুমদার ও শিপন নামে আরও দুজন সহযোগী ছিলেন।
জমি দখলে ছোট বোন ফিরোজা পারভীন ও মা মরিয়ম বেগম পপিকে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজাকে ভয় দেখান, মেরে ফেলার হুমকিও দেন।
অবশেষে মা ও ভাইবোনদের এসব অভিযোগ নিয়ে কথা বলেছেন পপি। সংবাদ মাধ্যমকে পপি জানিয়েছেন, সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
পপি বলেন, ‘আমি কেন জমি দখল করতে যাব। আমি কি একবারও বলেছি, আমি ওই জমি নেব বা আমার লাগবে। ১৯৯৫ সাল থেকে আমার বাবা ইনকাম করে ওদের (মা ও ভাইবোনকে) চালায়নি। আমি চালিয়েছি আমার পরিবারকে।’
তিনি আরও বলেন, ‘আমার বাবার কাছ থেকে আমি ৬ কাঠা জমি কিনেছি। আমার চাচা ও অন্যান্য শরিকি জমিও কিনেছি আমি টাকা দিয়ে। আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে কেনা জমি এখনো আমি ভোগদখল করতে পারিনি এদের অত্যাচারে।’
পপির সুরেই সুর মিলিয়েছেন তার দীর্ঘদিনের সহশিল্পী চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি। বুধবার (৫ ফ্রেবুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একজন পপি অনেক কষ্ট করে টাকা উপার্জন করেছে সেই টাকা ১৪ গোষ্ঠী মিলে কাজ না করে খেয়ে শেষ করবে, আর তার হিসেব চাইলে পপি খারাপ? সত্যিই আমরা অসহায়!’
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে পলি বলেন, পপি প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে তার পরিবারের কারো রোজগারের পথ ছিল না। নিজের টাকায় পরিবারের জন্য তিনি সবকিছু করেছেন। এমনকি বিয়েও করেছেন দেরিতে। নিজের টাকায় তিনি অনেক জায়গা জমি কিনেছেন। এই সময় এসে পপির বিরুদ্ধে যে জমি দখলের অভিযোগ উঠেছে তা একেবারেই অযৌক্তিক।
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2026-01-08 at 6.24.25 PM
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
রফিনগর ইউনিয়নে জননেতা নাছির চৌধুরীর উঠান বৈঠক সফলভাবে অনুষ্ঠিত
Screenshot_9
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
বিএনএফ শিক্ষাবৃত্তি–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Screenshot_11
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা
Screenshot_10
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
হাসিনা–টিউলিপ–আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি
trump-2-826x497
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
Weapon_20250825_132359603
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা
সিলেটে অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার: গুলিতে ৫০০, পিস্তলে ৫০ হাজার টাকা

সম্পর্কিত খবর