Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে: জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক সংবাদ

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার মধ্যরাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ অভিযোগ করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশ থেকে অনেক টাকা স্থানান্তর করেছে। এখন পাচার করা সেই টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমরা এটা কোন অবস্থাতেই করতে দিব না। যেভাবেই হোক প্রতিহত করবো। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
উপদেষ্টা বলেন, আগামীকাল (সোমবার) থেকে দিনে বা রাতে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, সেখানেই তারা যাবে এবং তারা সন্ত্রাসীদের প্রতিহত করবে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তবে, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব। তারা কোথাও স্থান পাবে না। দিনে বা রাতে তাদের কোথাও স্থান হবে না।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছি, আগামীকাল থেকে পুলিশ টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। আওয়ামী লীগের দোসরদের কোনো ছাড় দেব না।
দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিনে দিনে আরও উন্নতি হবে। এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমরা কোন ভাবেই ছাড় দেব না।’
ছিনতাই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনায় আওয়ামী লীগের দোসররা জড়িত। বনশ্রী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তাদেরও যদি কোন গাফিলতি থাকে আমরা ব্যবস্থা নেব।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আমি যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করতে পারি তাহলে তো পদত্যাগের প্রশ্নই আসে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরেক প্রশ্নের জবাবে বলেন, প্রতিদিন গ্রেপ্তার অভিযান চলছে। গ্রেফতার কিন্তু হচ্ছে। বাসে ডাকাতির ঘটনায় গতকাল রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান চলমান থাকবে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ঠিক মতোই দেয়া হয়েছে। তারা কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে গ্রেফতার কার্যক্রম অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে—সেই ব্যবস্থা আমরা করবো।’ নতুন করে আর যাতে কোন ঘটনা না ঘটে সেজন্য মোটরসাইকেলে হেলমেট পরিহিত দু’জনের বেশি আরোহী চলতে পারবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

indian-visa-20220510131923
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
d8e80303368b653ebf46032e96bb8d5d4c7bac35ea5daaa7
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
6e9379f91a90513ab03fc903763681d97b2ed1fc90b28f3c
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই
229663_1_1759813415
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
image_229697_1759824337
ধোপাদিঘিতে মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে — ওয়াকওয়ে সাময়িক বন্ধ
ধোপাদিঘিতে মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে — ওয়াকওয়ে সাময়িক বন্ধ
image_229731_1759831778
অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ফেনীতে আটক ৩
অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ফেনীতে আটক ৩

সম্পর্কিত খবর