Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

উন্নত ফিচার ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ স্পার্ক গো ৩ বাজারে আনল টেকনো

ডেস্ক সংবাদ

গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন স্পার্ক গো ৩। আধুনিক এআই প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের সমন্বয়ে সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ডিভাইসটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

স্পার্ক গো ৩-এ রয়েছে ৬.৭৫ ইঞ্চির বড় ডিসপ্লে, যেখানে ১২০ হার্জ হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এর ফলে স্ক্রলিং হবে আরও মসৃণ এবং বিনোদন ও দৈনন্দিন কাজে পাওয়া যাবে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফোনটিতে ব্যবহৃত ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিংয়ে দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে।

দৈনন্দিন ব্যবহারের কথা বিবেচনায় নিয়ে ফোনটিতে আইপি৬৪ রেটিং যুক্ত করা হয়েছে, যা ধুলো ও পানির ছিটা থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি রয়েছে ১.২ মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন এবং নিরাপদ আনলকের জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফটোগ্রাফির জন্য স্পার্ক গো ৩-এ রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, যেখানে ফ্ল্যাশস্ন্যাপ ফার্স্ট ক্যাপচার ইঞ্জিন ব্যবহৃত হয়েছে দ্রুত ও পরিষ্কার ছবি তোলার জন্য। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়াল ফ্ল্যাশ সুবিধার কারণে কম আলোতেও ভালো মানের ছবি তোলা সম্ভব।

এই স্মার্টফোনে সংযুক্ত করা হয়েছে টেকনো এআই, যার মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন ‘আস্ক এলা’, ওয়েব সামারি, ফটো-বেইজড প্রবলেম সলভিং, ফটো এডিটিং, এআই রাইটিং সাপোর্ট এবং ‘হাই ট্রান্সলেট’-এর মতো নানা স্মার্ট ফিচার। এসব সুবিধা দৈনন্দিন কাজকে আরও সহজ ও দ্রুত করে তুলবে।

দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বিশেষ ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে টেকনো ফ্রিলিংক ২.০, যার মাধ্যমে নেটওয়ার্ক না থাকলেও টেকনো ফোন থেকে টেকনো ফোনে কল ও মেসেজ পাঠানো যাবে। এছাড়া ইনফ্রারেড রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘরের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে।

অ্যান্ড্রয়েড ১৫ স্লিম অপারেটিং সিস্টেমে চলা স্পার্ক গো ৩-এ রয়েছে জিপিএস, ওয়াই-ফাই, ব্লুটুথ ও এফএম রেডিওসহ প্রয়োজনীয় সব কানেক্টিভিটি সুবিধা।

ফোনটি বাংলাদেশের সব টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে। ৬৪ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_26
উন্নত ফিচার ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ স্পার্ক গো ৩ বাজারে আনল টেকনো
উন্নত ফিচার ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ স্পার্ক গো ৩ বাজারে আনল টেকনো
Screenshot_25
ভিসা স্থগিতের ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র
ভিসা স্থগিতের ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র
Screenshot_24
লুটের সময় দুই ডাকাত আটক, পুলিশের হাতে তুলে দিল জনতা
লুটের সময় দুই ডাকাত আটক, পুলিশের হাতে তুলে দিল জনতা
Screenshot_23
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
Screenshot_22
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বিএনপি : দুলু
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বিএনপি : দুলু
Screenshot_21
পদ্মা নদীতে কুমিরের উপস্থিতি, আতঙ্কে স্থানীয়রা
পদ্মা নদীতে কুমিরের উপস্থিতি, আতঙ্কে স্থানীয়রা

সম্পর্কিত খবর