গাজীপুরের শ্রীপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরে মাছ ধরার সময় জালে ব্যাগভর্তি ককটেল উঠে আসার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনজন মাছ ব্যবসায়ী পুকুরে জাল টেনে মাছ ধরার সময় একটি সন্দেহজনক ব্যাগ পান। ব্যাগটি খুলে ভেতরে বোমাসদৃশ কয়েকটি বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে স্থানীয়দের জানায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ, পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরাও সেখানে অবস্থান নেন। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করে।
মাছ ব্যবসায়ী আব্দুল কাদের জানান, নিয়মিতভাবে তারা ওই পুকুরে মাছ ধরেন। কিন্তু এদিন জালে ব্যাগ উঠলে খুলে দেখে ককটেল পাওয়া যায়। তখনই তারা ভয় পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা লিয়াকত বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরে এভাবে ককটেল পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, ঘটনাস্থল থেকে একাধিক ককটেল উদ্ধার করা হয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করছে। পুরো এলাকা নিরাপত্তার আওতায় রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পিয়ার আলী কলেজসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ককটেলগুলো কীভাবে পুকুরে এলো এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।