Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

দেনমোহর পরিশোধের শরয়ি পদ্ধতি

ডেস্ক সংবাদ

স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শনের একটি নিদর্শন দেনমোহর। ইসলামি শরিয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান। আর দেনমোহর হচ্ছে মুসলিম আইনে বিবাহের অন্যতম একটি শর্ত। যা পুরুষ তার স্ত্রীকে নগদে অথবা সমপরিমান সম্পত্তির বিনিমরয় আদায় করতে পারে।
এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল বলেন, আর তোমরা তোমাদের স্ত্রীদের তাদের মোহরানা দিয়ে দাও খুশী মনে (সুরা নিসা ২৫)
বিয়ের পর স্বামীর পক্ষ থেকে স্ত্রীর দেনমোহর আদায়কে আবশ্যক করা হয়েছে। পুরুষের জন্য নারীর এই প্রাপ্য অধিকার আদায়ে গড়িমসির কোনও সুযোগ নেই।
বিবাহের পর বিবাহের মোহরনাকে হালকা করে দেখা বা আদায়ের ইচ্ছা না থাকলে আল্লাহর সামনে জবাবদিহীতা করতে হবে। কানজুলউম্মাল এবং বায়হাকিতে বর্ণিত একটি হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনও নারীকে বিয়ে করলো এবং তার মোহর বাকি রাখলো এরপর সে ইচ্ছা করলো মোহর আংশিক বা একেবারেই আদায় করবে না তাহলে সে ব্যভিচারী হয়ে যাবে এবং আল্লাহর সঙ্গে ব্যভিচারী হিসেবে সাক্ষাৎ করবে। (কানজুল উম্মাল, ৮ম খণ্ড ২৪৮ পৃষ্ঠা)
স্বামীর জন্য ফরজ স্ত্রীর জন্য নির্ধারিত মোহরানা পরিশোধ করা। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের স্ত্রীদের ফরজ মোহরানা পরিশোধ কর’ (নিসা ৪)। রসুলুল্লাহ বলেন, বিবাহের সবচেয়ে বড় শর্ত হল মোহর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত ৩১৪৩)।
নগদে পরিশোধ করা সুন্নাত। তবে বাধ্যগত অবস্থায় মোহর কিছু বাকী রেখে বিবাহ করা জায়েয (বুখারি, মুসলিম, মিশকাত ৩২০২)। তবে কিছু মোহর পরিশোধ করে বাকীটা মৃত্যু পর্যন্ত দেরী করার যে রীতি সমাজে আছে সেটার কোনো ভিত্তি নেই। এ রেওয়াজ অবশ্যই পরিত্যাজ্য। আর স্ত্রীকে মোহর পরিশোধ করার পূর্বেই যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামীকে স্ত্রীর ওয়ারিসদের নিকট মোহরানার সম্পদ পরিশোধ করতে হবে (ইবনু কুদামাহ, মুগনী ১০/১১৫; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৯/৫৪)।
মোহরও এক প্রকার ঋণ। কেউ যদি তা আদায়ের ইচ্ছা না রাখে তাহলে হাদিসের দ্বিতীয় অংশের বর্ণনা অনুযায়ী সে ব্যক্তিও প্রতারক-চোর হিসেবে বিবেচিত হবে।
তাই প্রত্যেক মুসলিম পুরুষের উচিত এমন মারাত্মক বিষয় থেকে বেঁচে থাকা আর এজন্য মোহর আদায়ের পুরো ইচ্ছা থাকতে হবে।
আলেমরা বলেন, মানুষের সাধ্যের মধ্যে কোনও বিষয় থাকলেই মানুষ তা আদায়ের পুরোপুরি ইচ্ছা করে এবং তা আদায় করতে পারে। তাই সবার উচিত বিয়ের সময় মানুষকে দেখানোর জন্য বড় অংকের মোহর নির্ধারণ না করে নিজের সাধ্যমতো মোহর নির্ধারণ করা। এতে মোহর আদায় করা সহজ হবে এবং বড়ধরনের পাপ থেকে বেঁচে থাকা যাবে। (ইসলাহে ইনকিলাব, খন্ড,২, পৃষ্ঠা, ১২, বর-কনে, ১৫১)
সাধ্যের অতিরিক্ত মোহর নির্ধারণ করে আদায় না করা গুনাহের কাজ। আর সাধ্যের মধ্যে অল্প মোহরানা নির্ধারণ করে তা আদায় করে দেয়াই ইসলামের বিধান।

 

Print
Email

সর্বশেষ সংবাদ

indian-visa-20220510131923
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
d8e80303368b653ebf46032e96bb8d5d4c7bac35ea5daaa7
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
6e9379f91a90513ab03fc903763681d97b2ed1fc90b28f3c
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই
229663_1_1759813415
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
image_229697_1759824337
ধোপাদিঘিতে মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে — ওয়াকওয়ে সাময়িক বন্ধ
ধোপাদিঘিতে মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে — ওয়াকওয়ে সাময়িক বন্ধ
image_229731_1759831778
অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ফেনীতে আটক ৩
অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ফেনীতে আটক ৩

সম্পর্কিত খবর