Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

চার মাসের বেতন পাননি সাকিব!

ডেস্ক সংবাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখনও চার মাসের বেতন পাওনা সাকিব আল হাসান। ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, সাকিবের চুক্তির শেষ চার মাসের বেতন এখনও পরিশোধ করেনি বিসিবি। বোর্ডের এক কর্মকর্তা এ কথা স্বীকার ক্রিকবাজকে বলেছেন, তার ব্যাংক অ্যাকাউন্ড জব্দ হওয়ায় অর্থ প্রদান করতে পারছে না বোর্ড।
গত বছর বিসিবির চুক্তিভুক্ত খেলোয়ার ছিলেন সাকিব আল হাসান। তবে তার চুক্তির শেষ চার মাসের (সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর) বেতন এখনও পাননি এই ক্রিকেটার। কিন্তু বোর্ড থেকে জানানো হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় তার পাওনা পরিশোধ করতে পারেনি।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘এটা সত্যি, সে (সাকিব) সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের বেতন পায়নি। কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।’
সব মিলিয়ে বিসিবির কাছে প্রায় ৪৮ লাখ টাকা পাবেন সাকিব। গত বছরের ১২ ফেব্রুয়ারি নবম বোর্ড মিটিংয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছিলো বিসিবি। সাকিবসহ লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এবং শরিফুল ইসলাম ছিলেন তিন ফরম্যাটের চুক্তিতে।
গেল বছরের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার সময় অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। তার ইচ্ছা ছিলো, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তবে আন্দোলন এবং নিরাপত্তার কারণে দেশে আসতে পারেননি সাকিব।
বিপিএলের সবশেষ আসরে সাকিবের খেলার কথা ছিলো চিটাগং কিংসের হয়ে। কিন্তু শেষ পর্যন্ত তিনি খেলতে পারেননি। এমনকি ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছেন না এই অলরাউন্ডার। উল্টো রাজনৈতিক ইস্যুতে ইতোমধ্যে অনেকগুলো মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে অবশ্য তার বোলিং অ্যাকশনও নিষিদ্ধ করা হয়েছে। দুবার পরীক্ষা দিয়েও উতরাতে পারেননি।
বিসিবর ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদীন ক্রিকবাজকে বলেছেন, ‘সে (সাকিব) তার চুক্তি অনুযায়ী বেতন পাবে। কারণ তুমি খেলো না আর না খেলো, একটা চুক্তি আছে এবং অবশ্যই চুক্তি অনুযায়ী আমরা প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবো।’

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_8
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
sreepur-police-20251120202417
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
cough-1-20251122115047
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
conflict-20251122143519
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
6c994017422b0bc69c899f085c2d70faa62f8af3788cb1a3
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
542534d4dafb91ec5355a70c3f46e46fb59fe17bbff6322b
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা

সম্পর্কিত খবর