Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

একটা সময় আমার সঙ্গে কেউ কাজ করতে চাইত না: প্রভা

ডেস্ক সংবাদ

ছোট পর্দার জনপ্রিয় অভিনত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবন নিয়ে তার সমালোচনাও রয়েছে বেশ। অতীতের তীক্ত অভিজ্ঞার পর অনেক দিন বিরতি নিয়েছিলেন প্রভা। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে এখন খোলামেলা কথা বলেন তিনি।
আবারও আগের মতো কাজ শুরু করেছেন প্রভা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই বেশি থাকেন। সম্প্রতি দেশে ফিরেছেন অভিনেত্রী। তাকে নিয়ে মিডিয়ায় কয়েকবারই প্রেমের গুঞ্জন উঠেছে।
এক সময় জনপ্রিয়তার শীর্ষে উঠে যাওয়ার পর ছিটকে পড়েন তিনি। এর পেছনে ছিল নানা কারণও। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সেসবই; অভিনেত্রীর কথায় উঠে এল মিডিয়ার সিন্ডিকেটের কথা।
তিনিও পড়েন সিন্ডিকেটের মাঝে তা জানিয়ে প্রভা বলেন, ‘সিন্ডিকেট কখন গেছে, কখন এসেছে- সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।’
প্রভা বলেন, ‘১১-১২ সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো। তারপর যখন আবার কাজ করতে এসেছি, আমার সাথে অনেক ডিরেক্টররা, অনেক কো-আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না; ইভেন এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।’
তবে অভিনেত্রী জানালেন, মুখের ওপর কাজের জন্য ‘না’ করে দেয়া হয়নি কখনো। সম্পর্ক সুন্দর রাখার জন্য শুধু অ্যাটিচিউড দিয়ে বোঝানো হত- এমনটাই হয়ত বুঝিয়েছেন প্রভা। অভিনেত্রীর কথায়, ‘সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দেখে মনে হলো, আপনি বোধহয় আর কো-অপারেট করবেন না; তখন আরকি আসলে ওরা স্কিপ করে।’
শেষে অভিনেত্রী বলেন, ‘এমন একটার কিছুর মধ্যে, এ ধাক্কার মধ্যে কখন সিন্ডিকেট গেছে, আদৌ শুরু হয়েছে কি না, কোনোকিছুই টের পাইনি; কারণ আমি অনেক আগে থেকেই এটা ফেস করেছি।’
এর আগের এক সাক্ষাৎকারে নিজের প্রেম নিয়েও ক্ষোভ শোনা যায় প্রভার কণ্ঠে। অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।’
প্রভা আরও বলেন, “প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। ‘প্রাক্তন’ আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়েছিল, এটা করেছে ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।”
বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়।

 

 

Print
Email

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2026-01-15 at 3.25.09 PM
সম্মাননা অর্জন: জেলা প্রশাসক ও টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
সম্মাননা অর্জন: জেলা প্রশাসক ও টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
Screenshot_28
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক
Screenshot_27
মাছ ধরতে গিয়ে জালে মিলল ব্যাগভর্তি ককটেল, আতঙ্কে শ্রীপুর
মাছ ধরতে গিয়ে জালে মিলল ব্যাগভর্তি ককটেল, আতঙ্কে শ্রীপুর
Screenshot_26
উন্নত ফিচার ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ স্পার্ক গো ৩ বাজারে আনল টেকনো
উন্নত ফিচার ও দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ স্পার্ক গো ৩ বাজারে আনল টেকনো
Screenshot_25
ভিসা স্থগিতের ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র
ভিসা স্থগিতের ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র
Screenshot_24
লুটের সময় দুই ডাকাত আটক, পুলিশের হাতে তুলে দিল জনতা
লুটের সময় দুই ডাকাত আটক, পুলিশের হাতে তুলে দিল জনতা

সম্পর্কিত খবর