Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

১৪টি ব্যাংকে মোট আড়াইশ কোটি টাকার এফডিআর স্থানান্তর বিসিবির

ডেস্ক সংবাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় ১৪টি ব্যাংকে মোট আড়াইশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট (এফডিআর) স্থানান্তর করেছে। মূলত ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে কম ঝুঁকিপূর্ণ এবং অধিক মুনাফার ব্যাংকগুলোতে এফডিআর স্থানান্তরের মাধ্যমে বিসিবি লাভবান হওয়ার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেয়।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, পুরনো ব্যাংকগুলো থেকে স্থানান্তরিত অর্থ বর্তমানে নতুন ব্যাংকগুলোতে স্থাপন করা হয়েছে, যার ফলে সুদের হার বেড়েছে এবং পাশাপাশি পৃষ্ঠপোষকতা, স্পন্সরশিপ ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে। এই স্থানান্তর প্রক্রিয়ায় অন্যতম ভূমিকা রেখেছেন বিসিবির দুই প্রভাবশালী পরিচালক।

ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে, ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরানো হয়েছে, তবে বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে যে, এফডিআর স্থানান্তরের মোট পরিমাণ আড়াইশ কোটি টাকা। বিসিবির ফিক্সড ডিপোজিট স্টেটমেন্ট অনুযায়ী, স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে বোর্ডটি আরও বেশি লাভবান হবে।

প্রথম ধাপে, আইএফআইসি ও মিডল্যান্ড ব্যাংকের মতো হলুদ তালিকাভুক্ত ব্যাংক থেকে ১২ কোটি টাকা সরিয়ে মধুমতি ব্যাংকে স্থানান্তর করা হয়। মধুমতি ব্যাংক থেকে অধিক সুদ পাওয়া যাবে, যা বিসিবির জন্য লাভজনক হবে। এরপর ধাপে ধাপে, আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে টাকা স্থানান্তর করে বিসিবি নতুন ১৪টি ব্যাংকে এফডিআর স্থাপন করেছে।

এছাড়া, এই ব্যাংকগুলো থেকে বিসিবি স্পন্সরশিপ এবং অবকাঠামোগত ইনভেস্টমেন্ট পাওয়ারও প্রতিশ্রুতি পেয়েছে। মেলায় মোট ২৫ কোটি টাকার অবকাঠামোগত ইনভেস্টমেন্টও পেতে যাচ্ছে বিসিবি।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে সময় সংবাদকে বলেন, “আমি কোথাও সাইন করি না। টাকাগুলো যেভাবে গেছে, এটা নিয়ে কিছু নিউজ আসছে। সবগুলো ব্যাংক থেকে ২-৫% বেশি ইন্টারেস্ট রেট দেয়া হয়েছে। রেড জোন থেকে গ্রিন ও ইয়োলো জোনের ব্যাংকে নিয়ে গেছি টাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ১২ কোটি টাকা আছে, আর নতুন ব্যাংকগুলো থেকে স্পন্সরশিপ পেয়েছি প্রায় ১২ কোটি টাকার কাছাকাছি।”

তিনি আরও বলেন, “আগের কমিটির কিছু পরিচালক কমিশন হিসেবে মোটা অংকের অর্থ পকেটে পুরতেন, তবে এই বোর্ড সে ধারাটি ভেঙে দিয়েছে। এখন বিসিবি সর্বোচ্চ লাভ পেতে সিদ্ধান্ত নিয়েছে।”

বিসিবির নতুন এফডিআর স্থানান্তরের সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা বোর্ডের আর্থিক সুরক্ষা এবং ভবিষ্যতের পরিকল্পনার জন্য লাভজনক হতে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

indian-visa-20220510131923
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
d8e80303368b653ebf46032e96bb8d5d4c7bac35ea5daaa7
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
6e9379f91a90513ab03fc903763681d97b2ed1fc90b28f3c
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই
229663_1_1759813415
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
image_229697_1759824337
ধোপাদিঘিতে মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে — ওয়াকওয়ে সাময়িক বন্ধ
ধোপাদিঘিতে মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে — ওয়াকওয়ে সাময়িক বন্ধ
image_229731_1759831778
অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ফেনীতে আটক ৩
অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ফেনীতে আটক ৩

সম্পর্কিত খবর