Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শহীদ জিয়া গ্রন্থমেলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্টিত

ডেস্ক সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়
——মিফতাহ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন শহীদ জিয়া ছিলেন শিশু কিশোর ছাত্রছাত্রীদের মাঝে অত্যন্ত জনপ্রিয়।তিনি জাতীয় সংসদের ক্ষমতা বৃদ্ধি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেয়া দেশে কৃষি বিপ্লব,গণশিক্ষা বিপ্লব ও শিল্প উৎপাদনে বিপ্লব,সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম ও সরকারী সহায়তার সমন্বয় ঘটিয়ে ১৪০০ খাল খনন ও পুনর্খনন। গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে অতি অল্প সময়ে ৪০ লক্ষ মানুষকে অক্ষরজ্ঞান দান। গ্রামাঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান ও গ্রামোন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) গঠন।
যুব উন্নয়ন মন্ত্রাণালয় ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুব ও নারী সমাজকে সম্পৃক্তকরণ। ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্টা করে সকল মানুষের স্ব স্ব ধর্ম পালনের সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করে প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি সাধন। তৃণমূল পর্যায়ে গ্রামের জনগণকে স্থানীয় প্রশাসন ব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করণ এবং সর্বনিম্ন পর্যায় থেকে দেশ গড়ার কাজে নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আসনলাভ, তিন সদস্যবিশিষ্ট আল-কুদস কমিটিতে বাংলাদেশের
অন্তর্ভুক্তি।
দক্ষিণ এশীয় অঞ্চলে ‘সার্ক’ প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ। বেসরকারিখাত ও উদ্যোগকে উৎসাহিতকরণ, জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্পসহ সকল অপ্রচলিত পণ্যোর রপ্তানীর দ্বার উন্মোচন,শিল্পখাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ও বিনিয়োগ ক্ষেত্রের সম্প্রসারণ।
সরকার যতই জিয়াউর রহমানের নাম মুছে দেওয়ার অপচেষ্টা করেছে আর করবে জিয়াউর রহমান হয়ে উঠছেন নতুন প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয়।
মিফতাহ সিদ্দিকী আজ (৩০মে) বিকেল পাঁচটায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত শহীদ জিয়া গ্রন্থমেলা ২০২৫ এর সমাপনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা সমুহের পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তবে উপরোক্ত কথাগুলো বলেন।
কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ আহমদ সাজু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহাগের পরিচালনায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড.মোজাম্মেল হক,বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু,সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল।
কবি রিপন মিয়ার কুরান তেলাওয়াত এর মাধ্যমে শুরু অনুষ্টানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাসাস সিলেট জেলার শাখার সাবেক সহ সভাপতি খায়রুল আলম সুমন,বিএনপি নেতা মো: আয়াজ, বুরহান উদ্দিন,কামাল মিয়া,জাকির হোসেন পুলক,জহির চৌধুরী,যুব সংগঠক আলী আহসান হাবীব, ছাত্রদল নেতা জামিউল ইসলাম জামি,ছড়াকার ছাদির হোসেন,প্রকাশক জসিম উদ্দিন,কবি সুয়েজ হোসেন,কবি জালাল জয়,গীতিকার বাহার উদ্দিন বাহার, কবি হামিদা আব্বাসী,কবি ফাতেহা বেগম, ইয়াসিন আহমদ মান্না প্রমুখ।
এগারো দিনব্যাপী বইমেলায় ছিলো বৃক্ষরোপণ, রক্তাদান,ফ্রি চিকিৎসা সেবা,আলোচনা সভা,সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের দুই শতাধিক ছাত্রছাত্রী অঅংশ নেয়।আজ উপস্থিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তোলে দেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

images (3)
“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা
“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা
402176
জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন ওমরজাই
জাতীয় দলের ডাকে বিপিএল ছেড়ে দেশে ফিরলেন ওমরজাই
402148
সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে বিমানের কাছে ব্রিটিশ ৮ এমপির চিঠি
সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে বিমানের কাছে ব্রিটিশ ৮ এমপির চিঠি
2345fc5ecec973f945f688bcabb3594cd2040b9a800d5347 (1)
স্কুলে পাঠানোর আগে শিশুকে এই ১০টি কথা বলছেন না তো?
স্কুলে পাঠানোর আগে শিশুকে এই ১০টি কথা বলছেন না তো?
b1d80d4bc38953eb216de157ee4a3bbba6c0e8651f94a8c4
সিলেটে প্রকাশ্যে আধুনিক অস্ত্রের মহড়া, নির্বাচন ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
সিলেটে প্রকাশ্যে আধুনিক অস্ত্রের মহড়া, নির্বাচন ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
436a247c1e38bb782b07de754d53df7e9abbc612202c3292
২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ সময়সূচি ঘোষণা
২০২৬ সালের হজ সামনে রেখে ওমরাহর শেষ সময়সূচি ঘোষণা

সম্পর্কিত খবর