Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক সংবাদ

সিলেটের গোলাপগঞ্জে কয়েকদিনের টানা ভারি বর্ষণে টিলা ধসে পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের দুই সন্তান।
শনিবার (৩১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন: বখতিয়ারঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪০), কন্যা সামিয়া (১৪) ও পুত্র আলী আব্বাস (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজ উদ্দিনের বাড়িটি ছিল একটি উঁচু টিলার পাদদেশে। গভীর রাতে প্রবল বৃষ্টির সময় হঠাৎ টিলা ধসে পড়ে তাদের ঘরের ওপর। ঘুমন্ত অবস্থায় পরিবারের সবাই মাটির নিচে চাপা পড়ে যান। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে উদ্ধারের চেষ্টা করলেও প্রবল বৃষ্টির কারণে সফল হননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন এসে দীর্ঘ চেষ্টায় চারজনের মরদেহ উদ্ধার করে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, “টানা বৃষ্টির কারণে টিলা ধসে এই মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে জানাজার আয়োজন করা হয়।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আশপাশের ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাসরত কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে টিলাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, একসাথে একটি পরিবারের চারজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতি বছর বর্ষাকালে টিলা ধসের আশঙ্কা থাকলেও এবারের প্রাণহানি সবাইকে আতঙ্কিত করে তুলেছে। তারা দ্রুত টিলা এলাকার স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

HAJ_
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন
amardesh_fahad
হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে মদনে যুবক গ্রেপ্তার
হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে মদনে যুবক গ্রেপ্তার
facebook-instagranm-20251008110329
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ‘ফ্রেন্ড বাবলস’ ও উন্নত এআই সাজেশন ফিচার
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ‘ফ্রেন্ড বাবলস’ ও উন্নত এআই সাজেশন ফিচার
396759
বিমানবন্দরে নেমেই মৃত্যু, প্রবাসী নাজিমের জীবিত ফিরে আসা হলো না
বিমানবন্দরে নেমেই মৃত্যু, প্রবাসী নাজিমের জীবিত ফিরে আসা হলো না
8dc2f72709bb066fadf6eacac5f49ef9
সিলেট সীমান্তে ২৭৯টি ভারতীয় গরু ও মহিষ আটক
সিলেট সীমান্তে ২৭৯টি ভারতীয় গরু ও মহিষ আটক
indian-visa-20220510131923
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের

সম্পর্কিত খবর