Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুদ্ধের ঘোষণা: ট্রাম্পকে খামেনির পাল্টা হুঁশিয়ারি

ডেস্ক সংবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।” — এমনটাই জানিয়েছে আল জাজিরা।

খামেনির এই বক্তব্য এসেছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ এবং ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, চলমান উত্তেজনার মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে পরিস্থিতি সরাসরি সংঘর্ষে রূপ নিচ্ছে।

সম্প্রতি ইসরায়েল ইরানের ভেতরে আকস্মিক হামলা চালায়। পাঁচ দিনব্যাপী ওই অভিযানে ইরানের সেনাপ্রধান, আইআরজিসি প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন বলে দাবি করেছে ইসরায়েল। একইসঙ্গে ইরানের পরমাণুবিজ্ঞানীদেরও টার্গেট করা হয় এবং দেশটির তিনটি পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্ত বলেন, “খামেনির পরিণতিও সাদ্দাম হোসেনের মতো হতে পারে।” তাঁর এই বক্তব্যে ইরাকের সাবেক প্রেসিডেন্টের পতনের প্রসঙ্গ টানার ইঙ্গিত পাওয়া যায়।

জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করেছে। দেশটি একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন সরকারি ভবন ও স্থাপনায় আঘাত হেনেছে। সংঘাতে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

এই উত্তেজনার মধ্যে একাধিক পোস্টে ইরানকে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা জানি খামেনি কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্যবস্তু। চাইলে এখনই তাকে সরিয়ে দিতে পারি।” আরও দাবি করেন, ইরানের আকাশসীমা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

শেষ পোস্টে ট্রাম্প ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার আহ্বান জানান।

পাল্টা প্রতিক্রিয়ায় খামেনি জানান, “ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। জায়নবাদীদের কোনো প্রকার দয়া দেখানো হবে না।”

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_8
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
sreepur-police-20251120202417
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
cough-1-20251122115047
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
conflict-20251122143519
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
6c994017422b0bc69c899f085c2d70faa62f8af3788cb1a3
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
542534d4dafb91ec5355a70c3f46e46fb59fe17bbff6322b
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা

সম্পর্কিত খবর