Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে বাড়ছে বাংলাদেশি বংশোদ্ভূতদের সংখ্যা

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি বংশোদ্ভূত জনসংখ্যা ক্রমেই বাড়ছে। অভ্যন্তরীণ স্থানান্তর ছাড়াও আন্তর্জাতিক অভিবাসন এই বৃদ্ধির প্রধান কারণ। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) ২০২২ সালের মাঝামাঝি সময়ের পরিসংখ্যানের ভিত্তিতে ২০৩২ সাল পর্যন্ত জনসংখ্যা পূর্বাভাস প্রকাশ করেছে, যেখানে এই প্রবণতা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ওএনএস-এর পূর্বাভাস অনুযায়ী, লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ২০৩২ সালের মধ্যে জনসংখ্যা ২০.৩৮ শতাংশ বৃদ্ধি পেতে পারে। ২০২২ সালের হিসাব অনুযায়ী, এই এলাকায় ৩ লাখ ২৩ হাজার ৮৫৪ জন বসবাস করলেও তা ২০৩২ সালে প্রায় ৩ লাখ ৯০ হাজারে পৌঁছাতে পারে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এদের মধ্যে প্রায় ৩৩ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত।

এছাড়াও, ইসলিংটনে জনসংখ্যা ১৩.১ শতাংশ এবং ক্যামডেনে ১৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০২১ সালের তথ্য অনুযায়ী, উভয় এলাকায়ই বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশ ছিল প্রায় ২.৮ শতাংশ।

বাংলাদেশি বংশোদ্ভূতদের জনসংখ্যা বৃদ্ধির পেছনে রয়েছে তুলনামূলকভাবে উচ্চ জন্মহার ও আন্তর্জাতিক অভিবাসন। ২০২২ সালে যুক্তরাজ্যে জন্ম নেওয়া শিশুদের মধ্যে সাত হাজার সাতটির মাতা ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত, যা বিদেশি মায়েদের তালিকায় বাংলাদেশকে ষষ্ঠ স্থানে রেখেছে।

২০০১ সালের আদমশুমারিতে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত জনসংখ্যা ছিল প্রায় ২ লাখ ৮৩ হাজার, যা ২০২১ সালে বেড়ে দাঁড়ায় ৬ লাখ ৪৪ হাজারে — দ্বিগুণেরও বেশি।

বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে অনেকেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে স্থানান্তরিত হচ্ছেন। এক বিশ্লেষণে দেখা যায়, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যে এসেছেন, যাদের মধ্যে প্রায় ৩০ হাজার ইতালি থেকে।

ব্রেক্সিটের আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে যুক্তরাজ্যে সহজে প্রবেশ এবং পরে ইইউ সেটেলমেন্ট স্কিমে অংশগ্রহণের সুযোগ এই অভিবাসনকে ত্বরান্বিত করেছে। ২০২৪ সালের মে পর্যন্ত এই স্কিমে ৮৪ লাখ আবেদন জমা পড়ে, যার মধ্যে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপীয় নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হয়।

ওএনএস জানিয়েছে, যুক্তরাজ্যের বেশিরভাগ জায়গায় অভ্যন্তরীণ স্থানান্তরই জনসংখ্যা বৃদ্ধির প্রধান উৎস হলেও, লন্ডনের মতো শহরে আন্তর্জাতিক অভিবাসনই মূল চালিকাশক্তি। এর ফলে তরুণদের সংখ্যা কমে যাচ্ছে এবং প্রাপ্তবয়স্ক অভিবাসীদের সংখ্যা বাড়ছে।

এই প্রবণতার ফলে একদিকে যেমন বাংলাদেশি বংশোদ্ভূতদের সম্প্রসারণ ঘটছে, অন্যদিকে শিক্ষার্থীর অভাবে ইসলিংটন, ল্যাম্বেথ এবং হ্যাকনির মতো এলাকায় বেশ কয়েকটি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে, শিশু শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেলেও প্রাপ্তবয়স্ক বাংলাদেশি পরিবারের মধ্যে বসতি স্থাপনের হার বাড়ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

indian-visa-20220510131923
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
d8e80303368b653ebf46032e96bb8d5d4c7bac35ea5daaa7
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
6e9379f91a90513ab03fc903763681d97b2ed1fc90b28f3c
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই
229663_1_1759813415
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
image_229697_1759824337
ধোপাদিঘিতে মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে — ওয়াকওয়ে সাময়িক বন্ধ
ধোপাদিঘিতে মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে — ওয়াকওয়ে সাময়িক বন্ধ
image_229731_1759831778
অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ফেনীতে আটক ৩
অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ফেনীতে আটক ৩

সম্পর্কিত খবর