Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট-ম্যানচেস্টার রুটে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু

ডেস্ক সংবাদ

৭৩ দিনের বিরতির পর আবারও সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমান। জাতীয় পতাকাবাহী সংস্থাটির বিজি-৭৮৮ ফ্লাইটটি রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেট থেকে ১৯৩ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে উড়াল দেয়।

ফ্লাইট পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্যপ্রবাসীদের মধ্যে দীর্ঘদিনের উৎকণ্ঠা কিছুটা দূর হয়েছে। যাত্রীদের একজন, মর্তুজা আলী, জানান—তিনি দীর্ঘদিন ধরে এ ফ্লাইটের অপেক্ষায় ছিলেন এবং অবশেষে গন্তব্যে সরাসরি যেতে পেরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।

২০২৫ সালের হজ্ব ফ্লাইট নির্বিঘ্ন করতে গত ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এই রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অনেকে আশঙ্কা করেছিলেন, এই রুটের ফ্লাইট হয়তো স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এমনকি রেমিট্যান্স বন্ধের হুমকিও দিয়েছিলেন কেউ কেউ।

প্রবাসীদের আন্দোলনের ফলেই বিমান কর্তৃপক্ষ বাধ্য হয়ে ফ্লাইট চালু করেছে বলে তাদের ধারণা।

‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী’জ’-এর মিডিয়া পরিচালক এবং যুক্তরাজ্যের প্রখ্যাত কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী এ বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন, “এই ফ্লাইট চালুর জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, বিমান আমাদের অনুরোধে সাড়া দিয়েছে।” তিনি আরও দাবি করেন, সিলেট থেকে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের সঙ্গে সরাসরি বিমান সংযোগ চালুর।

বর্তমানে সিলেট-ম্যানচেস্টার রুটে একমাত্র সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্য কোনো এয়ারলাইন্সে যাত্রা করতে হলে ট্রানজিট নিতে হয়।

বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানিয়েছেন, হজ্ব মৌসুম শেষে রোববার থেকে পুনরায় সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু হয়েছে। সপ্তাহে দু’দিন, রোববার ও মঙ্গলবার, সিলেট থেকে ফ্লাইট ছেড়ে যাবে এবং সোমবার ও বুধবার ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট আসবে।

স্টেশন ম্যানেজার শাকিল আহমদ জানান, রোববারের ফ্লাইটে মোট ১৯৩ জন যাত্রী ছিলেন।

বিমান সূত্র আরও জানায়, এক সময় এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হলেও যাত্রী সংকটের কারণে তা কমিয়ে দু’টি করা হয়। এমনকি ১ এপ্রিলের পর থেকে কিছু সময়ের জন্য অনলাইনে টিকিট বুকিংও বন্ধ রাখা হয়েছিল।

উল্লেখ্য, সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু হয়েছিল ২০২০ সালের ৬ জানুয়ারি।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_8
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
ভূমিকম্পে যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ জাতি
sreepur-police-20251120202417
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
নারীর ঘুষিতে পিস্তল ফেলে পালালো ছিনতাইকারী
cough-1-20251122115047
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
শীতের শুরুতেই গলাব্যথা ও শুষ্ক কাশি? এই ঘরোয়া উপায়গুলো কাজে লাগান
conflict-20251122143519
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
বিয়ের দাওয়াত না দেওয়ায় ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
6c994017422b0bc69c899f085c2d70faa62f8af3788cb1a3
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
542534d4dafb91ec5355a70c3f46e46fb59fe17bbff6322b
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা
দুই শতাধিক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করল বন্দুকধারীরা

সম্পর্কিত খবর