Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লাইভে আবেগাপ্লুত উমামা, প্রশ্ন তুললেন—‘জুলাই কেন অর্থ উপার্জনের মাধ্যম হবে?’

ডেস্ক সংবাদ

বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেত্রী উমামা ফাতেমা রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক লাইভে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। দুই ঘণ্টা ২৪ মিনিটের ওই লাইভে তিনি জুলাই-আগস্টের আন্দোলন, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্দোলনের সমন্বয়কদের ভূমিকা নিয়ে বিস্তৃতভাবে বক্তব্য রাখেন। আবেগঘন মুহূর্তে কাঁদতে কাঁদতে তিনি বলেন, “জুলাই কেন মানি মেকিং মেশিন হবে?”

সম্প্রতি গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদসহ আরও চারজন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয় সংগঠনটির কার্যক্রম নিয়ে।

এমন প্রেক্ষাপটে উমামা ফাতেমার ফেসবুক পোস্ট ও লাইভ আলোচনার নতুন মাত্রা যোগ করে বিতর্কে। লাইভে তিনি বলেন, “আন্দোলনের সময় আমরা স্লোগান দিতাম, ‘স্বৈরাচার নিপাত যাক’। কখনো ভাবিনি শিশুসহ সাধারণ মানুষ রাস্তায় নেমে জীবন দেবে। আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্নের শক্তিতেই টিকে ছিলাম।”

তিনি জানান, ৫ আগস্টের পর তিনি সংগঠন থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে কাজ শুরু করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন থেকে নিজেকে গুটিয়ে নেন। “আমি নিজেই বলেছিলাম প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে। সম্ভবত সে কারণেই আমাকে আর ডাকা হতো না,”— বলেন তিনি।

জুলাই আন্দোলনের সময় সমন্বয়কদের ভূমিকা নিয়ে উমামা বলেন, “৫২, ৬২ বা ১৫৮ জন সমন্বয়ক থাকলেও বাস্তবে সেভাবে কার্যকর ভূমিকা ছিল না। বরং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল মূল শক্তি।”

শেখ হাসিনা সরকারের পতনের পর সমন্বয়কদের ভূমিকা নিয়ে তিনি বলেন, “সমন্বয়কদের অনেকেই তখন ভিন্ন পথে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের দরকার কি? ছাত্রদের গণ্ডি পেরিয়ে এটি একটি বৃহৎ জনগণের আন্দোলন হওয়া উচিত।”

আন্দোলনকে কেন্দ্র করে আর্থিক স্বার্থ হাসিলের অভিযোগ নিয়ে তিনি বলেন, “আমি মুখপাত্র হওয়ার পর দেখেছি, আন্দোলনের নামে কেউ কেউ টেন্ডার, তদবির, ডিসি নিয়োগ—এসব বাণিজ্যে জড়িয়ে পড়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি কখনো ভাবিনি জুলাই আন্দোলন দিয়ে কেউ টাকা উপার্জনের পথ খুঁজবে।”

নিজেকে নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাবে উমামা বলেন, “অনেকে বলে আমি হাজার কোটি টাকা কামিয়েছি! আমি বলি, আমার একটি ভালো জীবন আছে, ভালো পরিবার আছে, স্কলারশিপের প্রয়োজন নেই। পরিবার চায় আমি দেশের জন্য কিছু করি। আমার অবস্থান তারই প্রতিফলন।”

উমামার এ আবেগঘন বক্তব্য দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্যে আন্দোলনের অভ্যন্তরীণ টানাপড়েন, আদর্শ ও বাস্তবতার সংঘাত এবং ভবিষ্যৎ রাজনৈতিক চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

indian-visa-20220510131923
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
বাংলাদেশের জন্য ভিসা ইস্যু বাড়ানোর আশ্বাস ভারতের
d8e80303368b653ebf46032e96bb8d5d4c7bac35ea5daaa7
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন শুরু
6e9379f91a90513ab03fc903763681d97b2ed1fc90b28f3c
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই
আইফোন ও টাকার জন্য কলেজছাত্রকে ছিনতাই
229663_1_1759813415
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
image_229697_1759824337
ধোপাদিঘিতে মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে — ওয়াকওয়ে সাময়িক বন্ধ
ধোপাদিঘিতে মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে — ওয়াকওয়ে সাময়িক বন্ধ
image_229731_1759831778
অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ফেনীতে আটক ৩
অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা, ফেনীতে আটক ৩

সম্পর্কিত খবর