চ্যাটজিপিটির তৈরি ডায়েট প্ল্যান অনুসরণ করে হাসপাতালে ভর্তি হতে হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে। তাঁর শরীরে দেখা দেয় গুরুতর স্বাস্থ্যজটিলতা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ওই ব্যক্তি সুস্থ ছিলেন এবং কেবল খাবারের রুটিনে পরিবর্তন আনতে চেয়েছিলেন। এ সময় তিনি চ্যাটজিপিটির থেকে একটি ডায়েট চার্ট নেন, যেখানে সাধারণ লবণের (সোডিয়াম ক্লোরাইড) বদলে সোডিয়াম ব্রোমাইড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
এই ভুল নির্দেশনা অনুযায়ী তিন মাস ধরে তিনি খাবারে ব্রোমাইড ব্যবহার করেন। এর ফলে তার শরীরে মস্তিষ্কের অসঙ্গতি, বিভ্রান্তি, হ্যালুসিনেশন এবং ব্রোমোডার্মার মতো জটিলতা দেখা দেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিন সপ্তাহের নিবিড় চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
এই ঘটনা আবারও সতর্ক করে দিচ্ছে—স্বাস্থ্যপরামর্শের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখনো চিকিৎসকের বিকল্প হতে পারে না। এ ধরনের চ্যাটবট ব্যবহারকারীদের অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত।






