Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

ডেস্ক সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট চালু করা হয়েছে। সকল শিক্ষার্থীদের ইন্টারনেটের ইতিবাচক দিকগুলো অবগত করতে হবে। ইন্টানেটের সুফলগুলো জনসাধারনের মাঝে ছড়িয়ে দিতে হবে। শনিবার (০৬ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নবপ্রণীত আইন, পলিসি ও সংষ্কার নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

সাইবার নিরাপত্তা আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয়। এই আইনের মাধ্যমে ইন্টরনেটের অপব্যবহার, তথ্য চুরি, কোন সিস্টেমের ক্ষতি রোধ এবং তথ্য-প্রযুক্তির সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, এই প্রথম চালু হল নাগরিক সেবা কেন্দ্র যেখান থেকে কোন হয়রানি ছাড়াই মিলবে অনেক সুযোগ-সুবিধা। যেখানে সাধারণ মানুষ আইডি আবেদন থেকে শুরু করে ইউটিলিটি পর্যন্ত বিভিন্ন সরকারি সেবা সহজে পাবে। তথ্য- প্রযুক্তি সম্পর্কে আরও বেশি করে অবগত করার লক্ষ্যে তিনি আইসিটি কর্মকর্তাগণকে এই বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা করতে বলেন যেন সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিলেট বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চ্যালেঞ্জসমূহ, কার্য পরিচালনায় বিভিন্ন সমস্যা ও আগামীতে তাদের প্রত্যাশাগুলো কী তা সম্পর্কে অবগত হয়ে তিনি বলেন কার্য পরিচালনার ক্ষেত্রে কোন রকম সমস্যার সম্মুখীন হলে তা স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

-1 copy
ওসমানী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেমি এমবিই এওয়ার্ডে ভূষিত
ওসমানী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেমি এমবিই এওয়ার্ডে ভূষিত
-20260110120706
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে
402101
বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে—নতুন করে আলোচনা
বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে—নতুন করে আলোচনা
Screenshot_16
পরীক্ষার্থীর কান থেকে উদ্ধার ডিভাইস, গাইবান্ধায় আটক ৫১
পরীক্ষার্থীর কান থেকে উদ্ধার ডিভাইস, গাইবান্ধায় আটক ৫১
166838
সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে জুয়া, ৩ জন আটক
সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে জুয়া, ৩ জন আটক
166835
মোবাইলের কিস্তির ৫০০ টাকা নিয়ে অপমানের অভিযোগ, যুবকের মৃত্যু
মোবাইলের কিস্তির ৫০০ টাকা নিয়ে অপমানের অভিযোগ, যুবকের মৃত্যু

সম্পর্কিত খবর