গাজা উপকূলের দিকে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৩০টি জাহাজ ইসরায়েলি নৌবাহিনীকে এড়িয়ে গাজার উপকূলের মাত্র ৮৫ কিলোমিটার দূরবর্তী আন্তর্জাতিক জলসীমায় পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা।
জাহাজে থাকা যাত্রীরা জানান, ইসরায়েলি আগ্রাসন ও বাধা সত্ত্বেও তাদের যাত্রা অব্যাহত রয়েছে। বর্তমানে তারা গাজা উপকূল থেকে ৪৬ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছেন।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত কয়েকটি জাহাজ থামিয়ে যাত্রীদের ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। আটক যাত্রীদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। এক ভিডিও বার্তায় দেখা যায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
তবে এখন পর্যন্ত ফ্লোটিলার সঙ্গে হামাসের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েল।