ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ার জেরে যশোরে এক যুবককে তার বাবার সামনেই ছুরিকাঘাতে হত্যা করেছে স্থানীয় মাদকচক্রের সদস্যরা। আহত হয়েছেন নিহতের বাবা ও অভিযুক্ত তিনজন হামলাকারী।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে। নিহত যুবকের নাম চঞ্চল হোসেন (৩০) এবং তার আহত বাবা মধু গাজী (৫২)।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে জানা যায়, ডাকাতিয়া গ্রামের রবিউল ইসলাম ও বিল্লাল হোসেনের নেতৃত্বে এলাকায় প্রকাশ্যে ইয়াবা বিক্রি হতো। এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন চঞ্চল হোসেন ও তার পরিবার। এরই জেরে বৃহস্পতিবার সকালে চঞ্চলকে ডা. ইসরাইল হোসেনের বাড়ির সামনের রাস্তায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রবিউল, বিল্লাল এবং মুন্নাসহ কয়েকজন দুর্বৃত্ত।
চঞ্চলকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তার বাবাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তিন হামলাকারীকে আটক করে মারধর করে আহত করে এবং সবাইকে হাসপাতালে ভর্তি করে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোবাশ্বের হাসান জানান, “ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত পাঁচজনকে ভর্তি করা হয়। এর মধ্যে চঞ্চল হোসেন হাসপাতালে আনার কিছুক্ষণ পর মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।”
পুলিশের তথ্যমতে, অভিযুক্ত রবিউল ইসলাম (৩৮), বিল্লাল হোসেন (৪০) ও মুন্না (১৮) বর্তমানে পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল মর্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মনির হোসেন বলেন, “চঞ্চল হোসেন ইয়াবা বিক্রিতে বাধা দিয়েছিলেন। তারই জেরে এই হামলা ও হত্যাকাণ্ড ঘটে।”
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, “পূর্ব বিরোধ ও মাদক ব্যবসার প্রতিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলেসহ পাঁচজন আহত হন। এরমধ্যে একজন নিহত হয়েছেন। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”