বিদেশ যেতে না পারার ক্ষোভে মাইক ভাড়া করে এলাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক। ওই যুবকের নাম সারোয়ার হোসেন রাব্বি।
গত শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মাইক ব্যবহার করে স্থানীয়দের উদ্দেশ্যে নানা কথা বলেন, যা কুরুচিপূর্ণ ভাষায় ভরা ছিল। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও নিজেই ফেসবুকে পোস্ট করলে, তা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে রাব্বি দাবি করেন, তিনি গত তিন-চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ১ লাখ টাকা সংগ্রহ করতে না পারায় যেতে পারছেন না। বিভিন্ন সমিতিতে ঋণের জন্য আবেদন করেও ব্যর্থ হয়েছেন। তার অভিযোগ, এলাকায় কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তাকে সহযোগিতা না করে বরং বদনাম রটাচ্ছেন।
তিনি বলেন, “আমি কারও টাকা মেরে খাইনি, কারও ক্ষতি করিনি। অথচ আমার সঙ্গে এমন বৈষম্য করা হচ্ছে।”
রাব্বি আরও জানান, বিদেশ যাত্রার জন্য তার ভিসা ও মেডিকেল পেপারের মেয়াদ ৩০ অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। এর আগেও দু’বার তার ভিসা নষ্ট হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে ঘুষ দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
ভিডিওর ক্যাপশনে রাব্বি দুঃখ প্রকাশ করে লিখেছেন, “প্রথমে ক্ষমা চাইছি— আমি অনেক খারাপ ভাষায় কথা বলেছি। কেন এমন করেছি, সেটাই ব্যাখ্যা করেছি।” তিনি জানান, তার একটি ছোট ছেলে রয়েছে এবং পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি হতাশ হয়ে এই পদক্ষেপ নেন।
তিনি দাবি করেন, মাইক ভাড়া করতে ৫০০ টাকা খরচ হয়েছে এবং এলাকার কয়েকজন বন্ধু ও পরিচিতজন এসময় তার পাশে ছিলেন।
স্থানীয়দের একাংশ জানিয়েছেন, ভিডিও দেখে তারা অপমানিত বোধ করেছেন। তবে কেউ কেউ রাব্বির হতাশা ও মানসিক কষ্টকে মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখছেন।