ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই গাড়িগুলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, একটি বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয় গত জুনে এবং চলতি অক্টোবরের শুরুতে আরেকটি বুলেটপ্রুফ বাস আমদানির অনুমতি দেওয়া হয়। তবে কোন দেশ থেকে এসব গাড়ি কেনা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, জাপান থেকে গাড়ি কেনার বিষয়টি বিবেচনায় রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর জানান, খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনের সময় সারা দেশে জনসংযোগে অংশ নেবেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন।
এদিকে, বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি বিএনপি একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্যও মন্ত্রণালয়ে আবেদন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনটি বর্তমানে বিবেচনাধীন।
পুলিশের বিশেষ শাখা (এসবি) এক প্রতিবেদনে বলেছে, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে খালেদা জিয়া ও তারেক রহমান প্রতিপক্ষ রাজনৈতিক দলের হামলার ঝুঁকিতে থাকতে পারেন। এ কারণেই তাঁদের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয়েছে।
বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন) সূত্রে জানা গেছে, সাধারণত জাপান, কানাডা ও জার্মানি থেকে বুলেটপ্রুফ গাড়ি আমদানি হয়। একজন ব্যক্তি যদি বেসরকারিভাবে এমন গাড়ি আমদানি করতে চান, তবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এবং বিপুল শুল্কসহ করতে হয়।
এর আগে, ২০১৫ সালে ঢাকায় নির্বাচনী প্রচারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাও এই নিরাপত্তা উদ্যোগের পেছনে কারণ হিসেবে বিবেচনায় এসেছে বলে জানানো হয়।
বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশঙ্কা করছে, নির্বাচনকে কেন্দ্র করে তারা অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে। এর ফলে বিএনপির শীর্ষ নেতাদের ওপর হামলার আশঙ্কা বাড়ছে।