সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে হাতাহাতি ও উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী ফোরাম’-এর নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে তর্ক-বিতর্ক হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই পক্ষের সিনিয়র নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে সিলেট চেম্বার নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়। আগামী ১ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও হঠাৎ এ সিদ্ধান্তে প্রার্থীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
এ ঘটনায় বিকেল চারটার দিকে নগরীর হোটেল স্টার প্যাসিফিকে জরুরি সংবাদ সম্মেলন করে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’-এর নেতারা অভিযোগ করেন, “নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা দেখে প্রতিপক্ষ নির্বাচন স্থগিত করিয়েছে।”
সিলেট চেম্বার নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী ফোরাম’—এই দুটি প্যানেল থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ সব প্রক্রিয়া শেষ হলেও ভোটের মাত্র পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত হওয়ায় ব্যবসায়ী মহলে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।