Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রোমানিয়ায় বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকি

ডেস্ক সংবাদ

রোমানিয়ার শ্রমবাজারে বড় ঘাটতি পূরণ করছে বিদেশি কর্মীরা। কিন্তু দেশটিতে অতি-ডানপন্থা, অনলাইনে বিদ্বেষ ছড়ানো এবং রাস্তায় হামলার মতো ঘটনার বৃদ্ধি বিদেশি শ্রমিকদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। যাদের ওপর রোমানিয়ার শ্রমবাজার নির্ভর করছে, সেই কর্মীরাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

একসময় পশ্চিম ইউরোপে কর্মী পাঠানোর দেশ হিসেবে পরিচিত ছিল রোমানিয়া। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে—বিদেশিদের প্রতি বিরূপ মনোভাব ও শোষণের ঝুঁকি বাড়ায় নতুন সংকটে পড়েছে দেশটি।

রাস্তায় হামলার পর আতঙ্কে বাংলাদেশিরা

বুখারেস্টে কাজ করা ২৯ বছর বয়সী বাংলাদেশি সাব্বিরুল আলম ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত। আগস্টে এক বাংলাদেশি রাইডারের ওপর হামলার পর তিনি রাতে কাজ করতে সাহস পান না। এএফপিকে তিনি জানান, “আমি ভয় পাচ্ছি।”
আক্রমণকারী তাকে বলেছিল, “তোমার দেশে ফিরে যাও”, “তুমি একজন আক্রমণকারী।”

ঘটনাটির কিছুদিন আগে চরম ডানপন্থি দল AUR–এর এক নেতা রোমানিয়ানদের ফেসবুকে আহ্বান জানিয়েছিলেন যেন তারা বিদেশি রাইডারদের কাছ থেকে খাবার না নেন। প্রেসিডেন্ট নিকুশোর ডান ওই হামলাকে ‘বিদেশি-বিদ্বেষী সহিংসতা’ বলে নিন্দা করেছেন।

নিয়মিত থেকে অনিয়মিত হওয়ার প্রবণতা

অনেক বাংলাদেশি নিয়মিত কাজের ভিসায় রোমানিয়ায় এলেও চাকরি না পাওয়া, বেতন না দেওয়া বা চুক্তিভঙ্গের কারণে তারা পশ্চিম ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।
২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, অনিয়মিতভাবে রোমানিয়া ছাড়ার চেষ্টা করা বিদেশিদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে। অধিকাংশই হাঙ্গেরির সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

নিয়োগকর্তাদের প্রতিশ্রুতি পূরণ না হওয়া, বেতন আটকে রাখা এবং নথি বাজেয়াপ্ত করার মতো ঘটনায় অনেক বাংলাদেশি ও পাকিস্তানি শ্রমিক ঋণ-দাসত্বের শিকার হচ্ছেন।

অবাঞ্ছিত তবুও প্রয়োজনীয়

রোমানিয়ানরা ভালো বেতনের চাকরির জন্য বিদেশে যাওয়ায় দেশটিতে শ্রম সংকট তীব্র হয়েছে।
২০২৪ সালের শেষে ১ লাখ ৪০ হাজারেরও বেশি বিদেশি শ্রমিক রোমানিয়ার নির্মাণ, উৎপাদন, বাণিজ্য ও হোটেল-রেস্টুরেন্ট খাতে কাজ করছিলেন।
তবে তাদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঘৃণামূলক মন্তব্য ও সহিংসতার ঘটনাও।

এমপ্লয়ার্স’ ফেডারেশন অব লেবার ফোর্স ইমপোর্টার্স-এর সভাপতি রোমুলুস বাদেয়া জানিয়েছেন, হামলার ঘটনা এখনও বিচ্ছিন্ন হলেও তা “প্রবণতায়” রূপ নিতে পারে।
অনলাইনে গুজব ও মিথ্যা দাবি—যেমন “বিদেশিরা চাকরি দখল করছে”—বিদ্বেষ আরও উসকে দিচ্ছে।

কিছু রাইডার তাদের খাবারের ব্যাগে ‘আমি রোমানিয়ান’ লিখে আত্মরক্ষার চেষ্টা করছেন।

ইসিআরআই (ECRI) সতর্ক করে জানিয়েছে, রাজনৈতিক বক্তব্য, সংবাদমাধ্যম ও অনলাইনে ঘৃণাচারণ বৃদ্ধি উদ্বেগজনক। বর্তমানে রোমানিয়ার পার্লামেন্টের এক-তৃতীয়াংশ আসন চরম-ডান দলের দখলে, যা বৈরিতাকে আরও উস্কে দিচ্ছে।

সীমান্ত পরিস্থিতি বদলাচ্ছে

২০২৩ সাল থেকে রোমানিয়া অনিয়মিত সীমান্ত পারাপারে কড়াকড়ি আরোপ করেছে। সার্বিয়ার সঙ্গে যৌথ পদক্ষেপ, ফ্রন্টেক্স-এর উপস্থিতি এবং ইইউর নতুন নীতির কারণে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টা কমেছে।
২০২৪ সালে সীমান্তে শনাক্ত হওয়া বিদেশি নাগরিকের সংখ্যা ১৮ হাজার ৩৯৬, যাদের বড় অংশ ইউক্রেনীয়।

যদিও অধিকাংশ অভিবাসী নিয়মিতভাবেই রোমানিয়ায় কাজ করতে আসছেন, তবুও অনিশ্চয়তা, শোষণ ও বিদ্বেষমূলক আচরণের কারণে অনেকেই পশ্চিম ইউরোপের দিকে ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

398744
রোমানিয়ায় বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকি
রোমানিয়ায় বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকি
Screenshot_11
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে ইউকে বিএনপির সংবাদ সম্মেলন
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে ইউকে বিএনপির সংবাদ সম্মেলন
foreign-ministry-1763051303
আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় নতুন দূতাবাস খুলছে বাংলাদেশ
আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় নতুন দূতাবাস খুলছে বাংলাদেশ
Screenshot_27
সিলেট সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
Screenshot_26
কৃষি উন্নয়নে সমন্বিত উদ্যোগ আবশ্যক: বিভাগীয় কমিশনার
কৃষি উন্নয়নে সমন্বিত উদ্যোগ আবশ্যক: বিভাগীয় কমিশনার
Screenshot_25
বিচারকের বাসায় হামলা: ছুরিকাঘাতে ছেলেকে হত্যা, স্ত্রী আহত
বিচারকের বাসায় হামলা: ছুরিকাঘাতে ছেলেকে হত্যা, স্ত্রী আহত

সম্পর্কিত খবর