মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য গিয়ে মৃত্যুবরণ করা সিলেটের তরুণ কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ মঙ্গলবার দেশে পৌঁছাবে। তবে তাকে সিলেটে আনা হবে না; সরাসরি নেওয়া হবে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি গ্রামের বাড়িতে।
রবিবার (১৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান দ্বীপের ছোট ভাই দিবাকর দাস ধ্রুব। তিনি লিখেন,
“আমার ভাই দীপঙ্কর দাস দ্বীপ আগামী মঙ্গলবার দুপুরে আমাদের গ্রামের বাড়ি পুটিজুড়ী (মন্ডল কাপন), বাহুবল, হবিগঞ্জে পৌঁছবে। ভাই ফিরছে, কিন্তু আর জীবনের পথে নয়… চিরঘুমের নীরবতায়।”
গত বুধবার ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে মাত্র ২১ বছর বয়সে মারা যান দ্বীপ। এক মাস আগে উচ্চশিক্ষার জন্য তিনি মালয়েশিয়া যান। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুয়ালালামপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সিলেট শহরের গোপালটিলা এলাকায় বসবাস করলেও দ্বীপের স্থায়ী বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে। বাবা দিব্যোজ্যোতি দাসের দুই ছেলের মধ্যে তিনি ছিলেন বড়।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য মানুষ তরুণ এই কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করছেন।
দীপঙ্কর দাস দ্বীপ ফেসবুকে মা ও পরিবারকে নিয়ে তৈরি করা হাস্যরসাত্মক ভিডিওর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং অল্প সময়েই দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন।