ভারতের একটি হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। চার ফুট লম্বা একটি সাপ হঠাৎ করে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ঢুকে পড়লে রোগী, চিকিৎসক ও নার্স—সবার মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। মুহূর্তেই ওয়ার্ডে শুরু হয় ছোটাছুটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সাপটি ওয়ার্ডের একটি আলমারির নিচে লুকিয়ে পড়ে। পরে সেটি বের করার পর আবার দ্রুত সরে গেলে রোগী ও স্বজনদের মধ্যে আরও ভীতি ছড়িয়ে পড়ে।
ঘটনার সূত্রপাত হয় একজন সাপে-কামড় খাওয়া রোগীকে হাসপাতালে আনার পর। তাকে চিকিৎসা করতে নিয়ে আসা হয় দু’টি সাপসহ, যাতে চিকিৎসকরা প্রজাতি শনাক্ত করে যথাযথ অ্যান্টিভেনম দিতে পারেন। কিন্তু হাসপাতালে আনার পর সাপ দুটির একটি ছুটে গেলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
শেষ পর্যন্ত হাসপাতালের কর্মীরা সাপটিকে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নেয়, এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।