যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আশল্যান্ড শহরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। থ্যাংকসগিভিং ছুটিতে বন্ধ থাকা একটি মদের দোকানে ঢুকে এক র্যাকুন এমন তাণ্ডব চালায় যে, কর্মীরা কাজে ফিরে প্রথমেই হতবাক হয়ে যান। দোকানের তাক ভাঙা, স্কচের বোতল ছড়িয়ে–ছিটিয়ে থাকা—সব মিলিয়ে যেন এক রাতের দস্যুকাণ্ড। আর তারই মাঝে টয়লেটের মেঝেতে পড়ে আছে সম্পূর্ণ বেহুঁশ এক র্যাকুন; কারণ—মদ্যপান!
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দোকানের নিচের তাক থেকে স্কচের বোতল ভেঙে তা পান করে র্যাকুনটি। অতিরিক্ত মদ্যপানের পর প্রাণীটি হুঁশ হারিয়ে ফেলে। দোকানের কর্মীরা শনিবার সকালে ফিরেই ভাঙচুরের চিহ্ন আর পরে বেহুঁশ র্যাকুনটির সন্ধান পান।
দোকানের কর্মী মার্টিন জানান, র্যাকুনটি ছাদের টাইলস ভেঙে দোকানে ঢোকে। তারপর যা পায় তাই পান করে—একেবারে মাতাল অবস্থায় তাণ্ডব চালায়। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
পরে কর্মীরা প্রাণী নিয়ন্ত্রণ দফতরে ফোন করলে কর্মকর্তারা এসে র্যাকুনটিকে হ্যানোভার কাউন্টির অ্যানিমেল প্রোটেকশন অ্যান্ড শেল্টারে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা হয় এবং জ্ঞান ফিরে আসে। প্রাণীটির শরীরে কোনো আঘাত না থাকায় কয়েক ঘণ্টা ঘুমের পর সুস্থ হয়ে সে আবার বনেই ফিরে যায়।