Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় তাড়াশ ডিগ্রি কলেজে তালা

ডেস্ক সংবাদ

সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করায় তাড়াশ ডিগ্রি কলেজে তালা ঝুলিয়েছেন কলেজের গভর্নিং বডির সদস্যরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে তাড়াশ ডিগ্রি কলেজের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন না করায় এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে ক্ষুব্ধ হয়ে গভর্নিং বডির সদস্য মো. সাইফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম তোতা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

গভর্নিং বডির সদস্য মো. সাইফুল ইসলাম বলেন, কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে কোনো উদ্যোগ বা তথ্য দেননি। পরে জানা যায়, কলেজের নৈশপ্রহরী লুৎফর রহমান টেলিকে দিয়ে একটি ফুলের তোড়া পাঠানো হয়েছে। তিনি বলেন, তাড়াশ ডিগ্রি কলেজের মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠানের জন্য বিজয় দিবসে এমন দায়সারা আচরণ মেনে নেওয়া যায় না। দায়িত্বে অবহেলার কারণে অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়েছে এবং সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত কলেজ বন্ধ থাকবে।

এদিকে ছুটিতে থাকা কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি বলেন, কলেজের সার্বিক দায়িত্ব উপাধ্যক্ষ মীর হোসনে আরা বেগমের ওপর ন্যস্ত ছিল, তাই এ বিষয়ে দায়দায়িত্ব তার।

অন্যদিকে উপাধ্যক্ষ মীর হোসনে আরা বেগম বলেন, বর্তমানে কলেজে শীতকালীন ছুটি চলছিল। তিনি কর্মসূচি গ্রহণ করেছিলেন, তবে পর্যাপ্ত লোকবল না থাকায় নৈশপ্রহরীর মাধ্যমে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক পাঠানো হয়। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হবে তা তিনি বুঝতে পারেননি।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Print
Email

সর্বশেষ সংবাদ

e1a4bef2c05040a62844aa1fef6fb8fac21341b2a6dcb0c1
যে কারণে তিন শ্রেণির নামাজি জাহান্নামের শাস্তির মুখোমুখি হবে
যে কারণে তিন শ্রেণির নামাজি জাহান্নামের শাস্তির মুখোমুখি হবে
1765918332-f2a5470210476bdf9433ea6431b5d84d
‘২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ দেশে ফিরব’—তারেক রহমান
‘২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ দেশে ফিরব’—তারেক রহমান
Screenshot_21
বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় তাড়াশ ডিগ্রি কলেজে তালা
বিজয় দিবসে শ্রদ্ধা না জানানোয় তাড়াশ ডিগ্রি কলেজে তালা
Screenshot_20
সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
21-20251119230738
‘আমি হাফ সিলেটি’—লন্ডনে তারেক রহমান
‘আমি হাফ সিলেটি’—লন্ডনে তারেক রহমান
400482
আইএলটিএস পরীক্ষার ব্যবস্থায় পরিবর্তন, বন্ধ হচ্ছে পেপার বেসড টেস্ট
আইএলটিএস পরীক্ষার ব্যবস্থায় পরিবর্তন, বন্ধ হচ্ছে পেপার বেসড টেস্ট

সম্পর্কিত খবর