লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষার্থীদের উষ্ণ স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র স্যার সাদিক খান। সম্প্রতি লন্ডনের সিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শিক্ষা ও উদ্যোক্তা কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় মেয়র স্যার সাদিক খান বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব ভবিষ্যতের লন্ডন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দক্ষতা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। মেয়র শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য লন্ডনের শিক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন।
