শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে আবারও রাজপথে নেমেছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা থেকে নগরীর চৌহাট্টা এলাকায় ইনকিলাব মঞ্চ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং সিলেটের বিভিন্ন সংগঠনের ব্যানারে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এসময় আন্দোলনকারীরা জানান, একই দাবিতে দেশের সব বিভাগীয় শহরেও একযোগে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
বিক্ষোভকারীরা আগামী তিন দিনের মধ্যে মামলার চার্জশিট প্রদান এবং ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান। দাবি বাস্তবায়নে বিলম্ব হলে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা এখনও আইনের আওতার বাইরে রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, হত্যার সঙ্গে জড়িতরা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় সরকার গড়িমসি করছে।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) একই স্থানে দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশাযোগে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরীফ উসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।