বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ অংশ নেন। একই সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে এ জানাজা অনুষ্ঠিত হয়। বিপিএল উপলক্ষে সিলেটে অবস্থানরত অনেক ক্রিকেটার, কর্মকর্তা ও ক্রীড়া সাংবাদিকরা এতে অংশ নেন।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি বিবৃতি দেয় বিসিবি। বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।
বিসিবি জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে দেশের ক্রিকেট উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তার পৃষ্ঠপোষকতা ও সমর্থনে ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ঘটে এবং খেলাটির বিস্তারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা পরবর্তী সাফল্যের ভিত্তি তৈরি করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই শোকের মুহূর্তে বিসিবি পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।