Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিপিএল: সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

ডেস্ক সংবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ সিলেট পর্বের বাকি ম্যাচগুলোর নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানিয়েছে, জাতীয় নির্বাচন উপলক্ষে তাদের নিরাপত্তা বাহিনীর সমস্ত সম্পদ নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হবে, তাই তারা বিপিএলের পরবর্তী ম্যাচগুলোর নিরাপত্তা দিতে অক্ষম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে পাঠানো চিঠিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, “জাতীয় নির্বাচনের নিরাপত্তা এবং সর্বস্তরের মানুষের সুরক্ষা নিশ্চিত করার কারণে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের পরবর্তী ম্যাচগুলোর জন্য পুলিশি নিরাপত্তা প্রদান সম্ভব হবে না।” পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বিসিবির কাছে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

জানা যায়, সিলেটে বিপিএলের শেষ ম্যাচ ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু খালেদা জিয়ার প্রয়াণে দুদিন খেলা বন্ধ রাখার কারণে সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত নেওয়ার সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যথাযথ যোগাযোগ করা হয়নি, ফলে পুলিশ তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশের কাছে একাধিকবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়নি এবং তারা জানায় যে জাতীয় নির্বাচনের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিসিবির পরিচালক রাহাত শামস এ বিষয়ে জানান, “পুলিশ চিঠিতে তাদের সীমাবদ্ধতার কথা জানিয়েছে এবং পরবর্তীতে পুলিশের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পুলিশ কিছুটা কম সংখ্যায় মোতায়েন করা হবে, এবং আনসারদের দায়িত্ব দেওয়া হবে।”

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “বিপিএল তিনটি পর্বে বিভক্ত ছিল। সিলেট পর্বে ৩ জানুয়ারি পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখন, চট্টগ্রাম পর্ব সিলেটে স্থানান্তরিত হওয়ায় ১২ জানুয়ারি পর্যন্ত পুলিশ চাওয়া হয়েছিল, তবে জাতীয় নির্বাচন ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলমান থাকায় পুলিশ ব্যস্ত থাকবে। এজন্য আমাদের অপারগতা নয়, বরং বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে। পুলিশ সদস্য কমিয়ে আনসার মোতায়েন করা হবে, তবে পুরো নিরাপত্তার দায়িত্ব পুলিশই নেবে।”

এখন পর্যন্ত সিলেট পর্বের ম্যাচগুলোর নিরাপত্তা নিয়ে একটি সমাধান পাওয়া গেলেও, বিপিএলের বাকি ম্যাচগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং বিসিবির মধ্যে আলোচনা চলমান রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

efcdb5f673da0e6d86d6e753471d9cd0f22054734f8f33a7
বিমান বাংলাদেশে জরুরি অবতরণের নির্দেশ অমান্য, বিমানেই যাত্রীর মৃত্যু
বিমান বাংলাদেশে জরুরি অবতরণের নির্দেশ অমান্য, বিমানেই যাত্রীর মৃত্যু
images (3)
“১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা যাবে না”
“১০ কোটি নয়, ১০ হাজার কোটি দিয়েও আমাকে কেনা যাবে না”
401955
নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষকের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ
নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য, শিক্ষকের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ
images (2)
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, দিতে হতে পারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত
401949
বিমানের টিকিট জালিয়াতিতে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্রের সন্ধান
বিমানের টিকিট জালিয়াতিতে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্রের সন্ধান
401945
নিলামে ইতিহাস গড়ল টুনা মাছ, দাম উঠল প্রায় ৩৯ কোটি টাকা
নিলামে ইতিহাস গড়ল টুনা মাছ, দাম উঠল প্রায় ৩৯ কোটি টাকা

সম্পর্কিত খবর