ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির ভবিষ্যৎ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে কেউ ভেনেজুয়েলার নেতৃত্ব নিক না কেন, এই মুহূর্তে দেশটি পরিচালনা করতে তাঁর নেতৃত্বই প্রয়োজন।
সোমবার (৫ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “বর্তমানে ভেনেজুয়েলাকে ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখনই নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি নেই। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে আমরা সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেব।”
তবে ট্রাম্প এ সময় জানিয়ে দেন যে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে কোনো ধরনের যুদ্ধ শুরু করতে চায় না। তিনি বলেন, “আমরা মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করছি, তবে আমাদের লক্ষ্য ভেনেজুয়েলার জনগণের সাহায্য করা।”
এছাড়া, ট্রাম্প উল্লেখ করেন যে, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে যুক্ত করা হতে পারে।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলা ইস্যুতে তাঁর সরকারের শীর্ষ কর্মকর্তারা, যেমন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ অন্যান্য কর্মকর্তারা কাজ করবেন। কিন্তু, কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্ব নেবেন, এমন প্রশ্নে ট্রাম্প সোজা জবাব দেন, “আমি।”
এদিকে, নিউইয়র্কের আদালতে হাজির হয়ে নিকোলাস মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন। মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।
তবে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যদি রদ্রিগেজ সহযোগিতা না করেন, তবে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযানে যেতে পারে। তবে, ট্রাম্প মনে করেন, এমন পরিস্থিতি নাও তৈরি হতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি






