বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ বা ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা এনডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবেন।
বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা বিদেশে গমনকারী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ কোটার বিপরীতে বৈদেশিক মুদ্রা নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক (টিসি) বিক্রি করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিটি লেনদেনের তথ্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে যথাযথভাবে লিপিবদ্ধ (এনডোর্সমেন্ট) করতে হবে এবং মানি চেঞ্জারের অনুমোদিত ব্যক্তির সিল ও স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এনডোর্সমেন্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং গ্রাহকদের কাছ থেকে ইচ্ছেমতো অতিরিক্ত চার্জ আদায় বন্ধ করতেই এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার পরিমাণ যাই হোক না কেন, এনডোর্সমেন্ট ফি হিসেবে ৩০০ টাকার বেশি নেওয়া যাবে না। প্রতিটি মানি চেঞ্জারকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এনডোর্সমেন্ট ফি সংক্রান্ত চার্ট বা তালিকা টানিয়ে রাখতে হবে। গ্রাহকের কাছ থেকে ফি গ্রহণের পর অবশ্যই তাকে লিখিত রসিদ প্রদান করতে হবে। পাশাপাশি নিরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনে প্রতিটি প্রতিষ্ঠানকে এই ফি সংক্রান্ত সঠিক হিসাব ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করতে হবে।
উল্লেখ্য, এর আগে গত বছরের মে মাসে ব্যাংকগুলোর ক্ষেত্রেও একই ধরনের নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।