সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বিপিএল আসরের একটি ম্যাচ চলাকালে গ্যালারিতে বসে জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর ও নোয়াখালীর মধ্যকার ম্যাচ চলার সময় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে জুয়ায় লিপ্ত থাকার অভিযোগে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আলদাউদপুর এলাকার বসু মিয়ার ছেলে মো. মুক্তার মিয়া (২৯), নারায়ণগঞ্জ জেলার কুমারগাঁও থানার মামররপুর এলাকার আব্দুল আজিজের ছেলে মো. খোকন মিয়া (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আলদাউদপুর এলাকার রহিম মিয়ার ছেলে নূর আলম (২২)।
পুলিশ জানায়, বৈধ টিকিট নিয়ে ভিআইপি গ্যালারিতে প্রবেশ করে খেলা দেখার আড়ালে তারা জুয়া খেলছিলেন। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্টেডিয়ামে দায়িত্বরত পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে।