ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ২০২৬-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা মিরর নিউজ ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লন্ডন বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক ও ব্রিজ বাংলা২৪-এর সাব-এডিটর আব্দুল বাছির এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর টাইমসের বার্তা সম্পাদক ও ইউকে বাংলা গার্ডিয়ানের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে পূর্ব লন্ডনের একটি হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ২০২৫) অনুষ্ঠিত হয়। সংগঠনের বর্তমান সভাপতি অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর সঞ্চালনায় সভা শেষে নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাবেক স্পিকার আহবার হোসেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন ও সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। পরে উপস্থিত সদস্যদের সামনে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন—
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: এস কে এম আশরাফুল হুদা (বাংলা গার্ডিয়ান), প্রাপ্ত ভোট ৪৯।
ভাইস প্রেসিডেন্ট: ইমদাদুন খানম (ভাটির কণ্ঠ), ভোট ৩০ এবং সাহেদা রহমান (বিশ্ববাংলা নিউজ২৪), ভোট ২৬।
সহকারী সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে নির্বাচিত হন—
এ রহমান অলি (এনআরবি ইউকে চ্যানেল), ভোট ৫৪ এবং আসমা মতিন (রেড টাইমস), ভোট ৩৯।
অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস ডলি (বাংলা ভিউ), ভোট ৩১।
সহকারী ট্রেজারার পদে একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন আনোয়ারুল হক শাহিন।
মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি নির্বাচিত হন সুহেল আহমদ (ডায়াল সিলেট)।
ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলিটিজ পদে নির্বাচিত হন ইমরান তালুকদার (বাংলা সংলাপ)।
ইসি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. আনসার আহমদ উল্লাহ, অধ্যাপক মো. সাজিদুর রহমান ও মিজানুর রহমান মীরু।
উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জুলাই প্রতিষ্ঠার পর এই প্রথম ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হলো। ১৫টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন শেষে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, প্রগতিশীল চিন্তা-চেতনায় বিশ্বাস রেখে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গ্রেট ব্রিটেনে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি দেশে-বিদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক অধিকার সংরক্ষণে সাংবাদিকতা ও সংবাদপত্রের ভূমিকা অপরিসীম।