Uk Bangla Live News

আনোয়ারায় বিপুল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

ডেস্ক সংবাদ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি পিকআপভ্যান থেকে ১৭ লাখ টাকা মূল্যের ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পিকআপভ্যান চালক আমির হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার খেদাছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা ও রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই সোলাইমানের নেতৃত্বে গোবাদিয়া সড়কে একটি পিকআপ অভিযান চালানো হয়। এ সময় ওই পিকআপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, ধারণা করা হচ্ছে জাহাজ থেকে এসব মদ খালাস করে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Print
Email

সম্পর্কিত খবর

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশে নিম্মাঞ্চল প্লাবিত
আনোয়ারায় বিপুল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১
ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ায় গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
ভারতের সঙ্গে কোনো চুক্তি হয়নি অথচ বিএনপি নেতারা গলা ফাটাচ্ছেন : পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দুই বন্ধুর মৃত্যু, থাকবেন পাশাপাশি কবরে
চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে নিহত ৩