আজ (২৬ জুন) বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের ফেঞ্চুগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, এবং সারা দেশে ট্রেন চলাচল একে অপরের সঙ্গে সংযুক্ত হয়নি।
ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের কটালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ট্রেনটি দ্রুত গতিতে চলার সময় কয়েকটি কামরা আলাদা হয়ে পড়ে। এরপর, ট্রেনের সামনের অংশ গতি কমালে দুটি আলাদা কামরার মধ্যে সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।
এ সময় ট্রেনের বেশ কিছু যাত্রী আতঙ্কিত হয়ে পাশের খালে লাফিয়ে পড়েন, তবে তাদের অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানিয়েছেন যে, দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের জন্য চেষ্টা চলছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে, সিলেট রেল যোগাযোগ পুনরায় চালু হবে।






