Uk Bangla Live News

শিরোনাম:

বিদ্যুৎ বিল সংগ্রহ বন্ধ করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুদফা দাবিতে কর্মবিরতি পালন করছে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা। বিদ্যুৎ সেবা চালু রেখে এ কর্মসূচি পালন করলে আন্দোলনের ৭ম দিন রোববার থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ ও বিতরণ সেবা বন্ধ করে দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা।

রোববার সকালে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ৮০টি সমিতিতে গ্রাহকের রিডিং গ্রহণ ও বিল বিতরণকারী মিটার রিডার কাম মেসেঞ্জাররা তাদের রিডিং বইগুলো জিএম/ সিনিয়র জিএম এর নিকট জমা করেন এবং তারা রিডিং গ্রহণ করবেন না বলে জানিয়ে দেন। একই সঙ্গে আরইবিকে রিডিং গ্রহণ করার জন্য অনুরোধ করেন।

তাদের দাবি, যেহেতু আরইবির কারণে আজকের এ অচলাবস্থা তাই রিডিং এবং গ্রাহকের বিদ্যুৎ বিল সংক্রান্ত সব দায়ভার আরইবিকেই বহন করতে হবে।

এছাড়া কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারীদের বাধা প্রদান করায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজারে মো. ইছাহাক আলী এর কুশপুতুল পোড়ানো হয়। কেপিআই স্থাপনায় বহিরাগত লোক ডেকে সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা এবং হত্যার হুমকির অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

কর্মবিরতিতে অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা কর্মচারী জানান, দু-একদিনের মধ্যে ভালো কিছু দেখতে না পেলে মোবাইল সিম জমা প্রদানসহ গণছুটির মতো আরও কঠোর কর্মসূচিতে যাবেন কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীরা আরইবির দুর্নীতির মাধ্যমে ক্রয়কৃত মিটার, ইনসুলেটর, লাইটেনিং, এরেস্টার ইত্যাদি নিম্নমানের মালামাল প্রদর্শন করেন। এসব নিম্নমানের মালামাল দিয়ে বিদ্যুৎ লাইন তৈরি করায় সামান্য ঝড় বৃষ্টিতেই লাইন নষ্ট হয় এবং পুনরুদ্ধার করতে প্রচুর সময় লাগে। ফলে গ্রাহক হয়রানি বৃদ্ধি পাচ্ছে।

সরকারের পক্ষে কোনো আশ্বাস না পাওয়ায় সোমবারও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরতরা।

Print
Email

সম্পর্কিত খবর

হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে উত্তাল ঢাকা
দুই পরীক্ষার্থীর মধ্যে দু'জনই অকৃতকার্য
বর্ষার বিদায়, শীতের আগমনী বার্তায় বইছে হিমেল হাওয়া
সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭৭.৭৮ শতাংশ
পিএসসির চেয়ারম্যান ও চার সদস্যের শপথ দুপুরে
আজ এইচএসসির ফলাফল প্রকাশ
যে তিন অর্থনীতিবিদ নোবেল পেলেন অর্থনীতিতে
সারাদেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
সবজি ডিমে আগুন