Uk Bangla Live News

বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত ৪

ডেস্ক সংবাদ

ফুটবল এমন একটি খেলা যেটি বৃষ্টির মধ্যেও খেলা যায়। ক্লাব কিংবা আন্তর্জাতিক, অনেক ম্যাচেই প্রবল বৃষ্টিতে ম্যাচ চালিয়ে যেতে দেখা যায়। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তো বিপদ!
যেমন বিপদ হলো পেরুর এক ফুটবল মাঠে। প্রবল বৃষ্টিতে মাঠের কয়েক জায়গায় পানি জমে যাওয়ায় রেফারির নির্দেশে মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলারেরা। সে সময়ই বজ্রপাত। তাতে মৃত্যু হলো এক ফুটবলারের। মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। আহত আরও তিন জন। রোববার এই ঘটনাটি ঘটেছে পেরুতে। সে দেশের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।
পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। সমাজমাধ্যমের একটি পোস্ট থেকে জানা গেছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যেতে।
ফুটবলারেরা সাজঘরে ফেরার সময়েই বজ্রপাত হয় ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ মেসার ওপরে। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান।
তার আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একইভাবে পড়ে যান। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি।
হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় পুলিশকর্তা সিজার রামোস জানিয়েছেন, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সে কারণেই মৃত্যু হয়েছে তার।
আগেও পেরুতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৪ সালে একটি ফুটবল ম্যাচে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। তবে তিনি বেঁচে গিয়েছিলেন।

Print
Email

সম্পর্কিত খবর

দুর্দান্ত দিনের শেষে উঁকি দিচ্ছে জয়ের স্বপ্ন
এনসিএলে চ্যাম্পিয়ন সিলেট
শীতকালে ত্বকের যত্ন
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার যারা
গায়ানার স্কোয়াডে যোগ দিলেন সাকিব
ইকরা ট্রাভেলস-সিলেট অনলাইন প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দুই মাস বিরতির পর মাঠে নামছেন সাকিব
পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই
বাংলাদেশে ট্যুর দেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি